Ads Area

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০২

 ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর
ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ প্রশ্নোত্তর পর্ব - ০২

Hello বন্ধুরা,
 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের সংবিধানের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।

        ভারতের সংবিধানের প্রশ্নোত্তর পর্ব - দুই 


1) কোন দেশের সংবিধানকে 'আইনজীবিদের স্বর্গরাজ্য' বলা হয়?
a) ব্রিটেন 
b) ভারত
c) আমেরিকা
d) কানাডা
উত্তর :- ভারত

2) ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যার সাহায্য করে?
a) প্রস্তাবনা
b) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
c) মৌলিক অধিকার
d) মৌলিক কর্তব্য
উত্তর :- প্রস্তাবনা

3) কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল?
a) ১৯৭৩
b) ১৯৮৩
c) ১৯৯৫
d) ১৯৬২
উত্তর :- ১৯৭৩

4) কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন?
a) জী.অষ্টিন 
b) ঠাকুরদাস ভার্গব 
c) আরনেষ্ট বারকার 
d) এম.ভি.পাইলি
উত্তর :- ঠাকুরদাস ভার্গব

5) বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিলেন?
a) আমেরিকা
b) জাপান
c) ভারত
d) চীন
উত্তর :- আমেরিকা

6) কে প্রস্তাবনাকে 'Political Horoscope' বলে মন্তব্য করেছিলেন?
a) কে.এম মুন্সী 
b) কে. সি.হোয়ার 
c) আরনেষ্ট বারকার 
d) এমভি পাইলি
উত্তর :- কে.এম মুন্সী

7) ভারতীয় নাগরিকত্ব আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?
a) ১৯৫০
b) ১৯৫৫
c) ১৯৬৭
d) ১৯৫৩
উত্তর :- ১৯৫৫

8) ভারতের নাগরিকত্বের নীতিটি কোনটির বিরোধীতা করে?
a) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার
b) মৌলিক অধিকারের
c) বিচার ব্যবস্থার
d) সংসদীয় গণতন্ত্রের
উত্তর :- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার

9) ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কোন শর্তটি আবশ্যক?
a) ভারতীয় নাগরিক হতে হবে
b) উচ্চবর্ণযুক্ত হতে হবে
c) স্নাতক হতে হবে
d) সরকারী দলের সদস্য হতে হবে
উত্তর :- ভারতীয় নাগরিক হতে হবে

10) ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে।
a) শুধুমাত্র হাইকোর্ট 
b) শুধুমাত্র সুপ্রীমকোর্ট
c) সুপ্রীম ও হাইকোর্ট উভয়ই 
d) কোনোটিই নয়
উত্তর :- সুপ্রীম ও হাইকোর্ট উভয়ই

11) রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান।
a) হাইকোর্টের প্রধান বিচারপতি
b) রাজ্যের মুখ্যমন্ত্রী
c) রাষ্ট্রপতি
d) প্রধানমন্ত্রী
উত্তর :- হাইকোর্টের প্রধান বিচারপতি

12) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য গণ কার দ্বারা নিযুক্ত হন?
a) প্রধানমন্ত্রী
b) রাষ্ট্রপতি
c) প্রধান বিচারপতি
d) মুখ্যমন্ত্রী
উত্তর :- রাষ্ট্রপতি

13) ভারতের প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি  হয়?
a) আসাম
b) কেরালা
c) পাঞ্জাব
d) বিহার
উত্তর :- পাঞ্জাব

14) ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন?
a) লোকসভার স্পিকার
b) মন্ত্রী পরিষদ
c) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
d) মহাগণনা পরীক্ষক
উত্তর :- মন্ত্রী পরিষদ

15) রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর হয়?
a) ৫০ বছর 
b) ১০ বছর
c) ৬ বছর 
d) ৮ বছর
উত্তর :- ৬ বছর

16) রাজ্যসভায় কোন অঙ্গরাজ্যের সদস্যসংখ্যা সর্বাপেক্ষা কম?
a) ঝাড়খন্ড 
b) ছত্রিশগড়
c) জম্মু ও কাশ্মীর 
d) হিমাচলপ্রদেশ
উত্তর :- হিমাচলপ্রদেশ

17) লোকসভার স্পিকারের দেওয়া ভোটটির কী নাম?
a) নির্ণায়ক ভোট
b) প্রত্যক্ষ ভোট 
c) পরোক্ষ ভোট 
d) কোনোটিই নয়
উত্তর :- নির্ণায়ক ভোট

18) ভারতের সংবিধানগতভাবে লোকসভার সর্বোচ্চ সদস্যসংখ্যা কতজন হয়?
a) ৫০০ জন 
b) ৫২৫ জন
c) ৫৫০ জন
d) ৫৫২ জন
উত্তর :- ৫৫২ জন

19) ভারত সরকারের অর্থবিল পার্লামেন্টের কোন কক্ষে পেশ করা হয়?
a) রাজ্যসভা
b) লোকসভা
c) বিধান পরিষদ
d) বিধানসভা
উত্তর :- লোকসভা

20) কোন দেশের সুপ্রিমকোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাটি নেই?
a) ভারত 
b) ব্রিটেন
c) ভারত ও ব্রিটেন 
d) আমেরিকা
উত্তর :- ব্রিটেন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad