Physical Science MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam
Physical Science MCQ Question & Answer Part - 04 For All Competitive Exam |
Hello বন্ধুরা,
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞান বিষয়ের কুড়িটি এম.সি.কিউ প্রশ্ন-উত্তর ।যেগুলি আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী। সুতরাং আর সময় নষ্ট না করে নিচে প্রশ্নের সাথে উত্তরগুলি ভালো করে দেখেনিন।
ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - চার
1) সি.জি.এস পদ্ধতিতে জলসাম এর একক হল-
a) ওয়াট
b) কিলোগ্রাম
c) গ্রাম
d) পাউন্ড
উত্তর :- গ্রাম
2) গাড়ির পিছনের দিকের দৃশ্য দেখার জন্য কিরকম দর্পণ ব্যবহার করা হয়?
a) উত্তল
b) অবতল
c) সমতল
d) অসমতল
উত্তর :- উত্তল
3) ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে?
a) আচার্য জগদীশচন্দ্র বসু
b) সত্যেন্দ্রনাথ বসু
c) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
d) আচার্য প্রশান্তচন্দ্র মহলানবীশ
উত্তর :- আচার্য প্রশান্তচন্দ্র মহলানবীশ
4) কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়?
a) নিউটনের প্রথম গতিসূত্র
b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র
c) নিউটনের তৃতীয় গতিসূত্র
d) ভরবেগের সংরক্ষণ সূত্র
উত্তর :- নিউটনের দ্বিতীয় গতিসূত্র
5) ট্রান্সফর্মার কোথায় কার্যক্ষম হয়?
a) সমপ্রবাহে
b) পরিবর্ত প্রবাহে
c) অপরিবর্তিত প্রবাহে
d) কোনোটিই নয়
উত্তর :- পরিবর্ত প্রবাহে
6) পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হত?
a) কালো
b) লাল
c) নীল
d) আকাশী
উত্তর :- কালো
7) একটি উত্তল আয়না গাড়িতে ব্যবহৃত হয় কারণ-
a) উহা ছোটো আকারে প্রতিবিম্ব তৈরি করে না
b) এর কোনো ফোকাস বিন্দু নেই
c) এটি পর্দায় প্রতিবিম্ব তৈরি করতে পারে
d) এটি সমশীর্ষ, ছোটো প্রতিবিম্ব তৈরি করে
উত্তর :- এটি সমশীর্ষ, ছোটো প্রতিবিম্ব তৈরি করে
8) ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে-
a) ভালো আবহাওয়া
b) ঝড়
c) বৃষ্টি
d) 'b' ও 'c' উভয়েই
উত্তর :- ভালো আবহাওয়া
9) মরীচিকার সৃষ্টি হয় আলোর -
a) প্রতিফলনের ফলে
b) প্রতিসরণের ফলে
c) অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলনের ফলে
d) কোনোটিই নয়
উত্তর :- অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলনের ফলে
10) ক্রেন কোন শ্রেণীর লিভার?
a) তৃতীয়
b) দ্বিতীয়
c) প্রথম
d) চক্র ও অক্ষদন্ড প্রকৃতির
উত্তর :- তৃতীয়
11) লাউডস্পিকারে কোন শক্তি -কোন শক্তিতে রূপান্তরিত হয়?
a) শব্দ শক্তি -তড়িৎশক্তিতে
b) যান্ত্রিকশক্তি -শব্দশক্তিতে
c) শব্দশক্তি- যান্ত্রিকশক্তিতে
d) তড়িৎশক্তি -শব্দশক্তিতে
উত্তর :- তড়িৎশক্তি -শব্দশক্তিতে
12) বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে -
a) ট্রোপোস্ফিয়ার
b) আয়নোস্ফিয়ার
c) ওজনোস্ফিয়ার
d) স্ট্রাটোস্ফিয়ার
উত্তর :- আয়নোস্ফিয়ার
13) যে নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে-
a) নিউটনের প্রথম গতিসূত্র
b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র
c) নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র
d) গতিশক্তির সংরক্ষণ সূত্র
উত্তর :- নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র
14) হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয়?
a) আলফা রশ্মি
b) বিটা রশ্মি
c) গামা রশ্মি
d) এক্স রশ্মি
উত্তর :- এক্স রশ্মি
15) স্থান ভেদে কোনটি পরিবর্তনশীল?
a) বস্তুর ওজন
b) বস্তুর আয়তন
c) বস্তুর ঘনত্ব
d) বস্তুর ভর
উত্তর :- বস্তুর ভর
16) বর্ষাকালের চেয়ে শীতকালের ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
a) উষ্ণতা বেশি থাকে
b) আর্দ্রতা বেশি থাকে
c) উষ্ণতা কম থাকে
d) আর্দ্রতা কম থাকে
উত্তর :- আর্দ্রতা কম থাকে
17) নিচের কোনটি তরল ধাতু?
a) লিথিয়াম
b) গ্যালিয়াম
c) প্ল্যাটিনাম
d) বিসমাথ
উত্তর :- গ্যালিয়াম
18) নিচের কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
a) অ্যালকোহল
b) জল
c) পেট্রোল
d) বেঞ্জিন
উত্তর :- জল
19) কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন?
a) নিউটন
b) কোপারনিকাস
c) গ্যালিলিও
d) কেপলার
উত্তর :- নিউটন
20) কোন ধাতু বজ্রসহ তৈরিতে ব্যবহার করা হয়?
a) তামা
b) ইস্পাত
c) কাঁচালোহা
d) পিতল
উত্তর :- তামা