Ads Area

General Knowledge MCQ Question And Answer Part - 14 For All Competitive Exam 2021

 General Knowledge MCQ Question And Answer Part - 14 For All Competitive Exam 2021
General Knowledge MCQ Question And Answer Part - 14 For All Competitive Exam 2021


Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জেনারেল নলেজ বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

                 জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - চোদ্দ 


1) শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কী?
a) গঙ্গা 
b) মহাবলী গঙ্গা 
c) মহানদী 
d) কালি
উত্তর :- মহাবলী গঙ্গা

2) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্যপদার্থ অপসারণে প্রচলিত পদ্ধতি কোনটি?
a) কোনও উন্মুক্ত স্থানে পরিত্যাগ
b) ইস্পাতের বা সীসার বাক্সে আবদ্ধ করে মাটিতে পুঁতে ফেলা 
c) জলে ভাসিয়ে দেওয়া 
d) পুড়িয়ে ফেলা
উত্তর :- ইস্পাতের বা সীসার বাক্সে আবদ্ধ করে মাটিতে পুঁতে ফেলা

3) কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ঐ গ্যাসের বাষ্প ঘনত্ব কত?
a) 20
b) 84
c) 21 
d) 42
উত্তর :- 21

4) বৈদিক যুগে একজন বিশদুষী  নারীর নাম লেখ।
a) ইন্দ্রানী 
b) নন্দিনী 
c) সোনালী 
d) লোপামুদ্রা
উত্তর :- লোপামুদ্রা

5) 'লা' শব্দের অর্থ কী?
a) উপত্যকা 
b) নদী
c) হ্রদ 
d) গিরিপথ
উত্তর :- গিরিপথ

6) মেরু অঞ্চলে বরফরূপে সঞ্চিত পৃথিবীর মোট জলের পরিমান :
a) 1%
b) 2%
c) 5%
d) 10%
উত্তর :- 2%

7) কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান একই হয়?
a) -20°
b) -40°
c) 0°
d) 40°
উত্তর :- -40°

8) শেষ জৈন  তীর্থঙ্করের নাম কী?
a) মহাবীর
b) ঋষভনাথ
c) তীর্থঙ্কর
d) পার্শ্বনাথ
উত্তর :- মহাবীর

9) কোন  ব্রন্ডের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক?
a) ভোল্টমিটার
b) মিলি অ্যামমিটার 
c) গ্যালভানোমিটার 
d) অ্যাম্মিটার
উত্তর :- ভোল্টমিটার

10) ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
a) কারাকোরাম পর্বত
b) বিন্ধ পর্বত
c) সাতপুরা পর্বত
d) পশ্চিমঘাট পর্বত
উত্তর :- সাতপুরা পর্বত

11) ভারতে পরিবেশ সংরক্ষণ আইন কবে জারি হয়?
a) ১৯৮৬ খ্রিস্টাব্দে 
b) ১৯৮২ খ্রিস্টাব্দে 
c) ১৯৫১ খ্রিস্টাব্দে 
d) ২০০২ খ্রিস্টাব্দে
উত্তর :- ১৯৮৬ খ্রিস্টাব্দে

12) জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
a) ঋষভনাথ
b) মহাবীর
c) পার্শ্বনাথ
d) তীর্থঙ্কর
উত্তর :- ঋষভনাথ

13) মহাবলীপুরমের রথমন্দির কে নির্মাণ করেন?
a) প্রথম নরসিংহ বর্মন
b) নরসিংহ বর্মন
c) অপরাজিত বর্মন
d) রাজেন্দ্র বর্মন
উত্তর :- নরসিংহ বর্মন

14) আমাদের দেশে নিউক্লীয় বিজ্ঞানের জনক কে?
a) বিক্রম সারাভাই 
b) হোমি জাহাঙ্গির ভাবা
c) এম. জে. কে. মেনন 
d) রাজা রামানন্দ
উত্তর :- হোমি জাহাঙ্গির ভাবা

15) ভারতের একটি পূর্ববর্তী নদীর নাম কী?
a) গোদাবরী নদী 
b) গঙ্গা নদী 
c) কৃষ্ণা নদী 
d) মহানদী
উত্তর :- গঙ্গা নদী

16) পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেক আছে:
a) এশিয়ার দেশগুলিতে 
b) আফ্রিকার দেশগুলিতে 
c) ইউরোপের দেশগুলিতে 
d) উত্তর আমেরিকার দেশগুলিতে
উত্তর :- এশিয়ার দেশগুলিতে

17) মৌর্য যুগে অর্থনীতির ভিত্তি কী ছিল?
a) ব্যবসা-বাণিজ্য
b) শিল্প
c) কৃষিকাজ 
d) বিনিময় প্রথা
উত্তর :- কৃষিকাজ

18) কে 'শিলাদিত্য' উপাধি গ্রহণ করেন?
a) শশাঙ্ক
b) চন্দ্রগুপ্ত 
c) হর্ষবর্ধন 
d) কনিষ্ক
উত্তর :- হর্ষবর্ধন

19) নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার?
a) সাঁড়াশি
b) কাঁচি 
c) মাছ ধরার ছিপ
d) নৌকার দাঁড়
উত্তর :- নৌকার দাঁড়

20) উকাই প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
a) নর্মদা 
b) তাপ্তি 
c) যমুনা 
d) কৃষ্ণা
উত্তর :- তাপ্তি

21) ফটোভোল্টিক প্রযুক্তির দ্বারা কোন বিদ্যুৎ উৎপাদন করা হয়?
a) তাপবিদ্যুৎ
b) জলবিদ্যুৎ
c) সৌরবিদ্যুৎ
d) ভূতাপীয় বিদ্যুৎ
উত্তর :- সৌরবিদ্যুৎ

22) 'বিগ -ব্যাং' তত্ত্বের প্রবক্তা-
a) কাউড ফুকস 
b) জর্জ গ্যামো 
c) এডউইন হারল 
d) কাইনম্যান
উত্তর :- এডউইন হারল

23) কোন গুপ্ত সম্রাট 'পরাক্রমাঙক' উপাধি গ্রহণ করেন?
a) প্রথম চন্দ্রগুপ্ত
b) সমুদ্রগুপ্ত 
c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
d) তৃতীয় চন্দ্রগুপ্ত
উত্তর :- সমুদ্রগুপ্ত

24) কার্য হল-
a) দুটি ভেক্টর রাশির গুণফল
b) একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির গুণফল
c) দুটি স্কেলার রাশির গুণফল
d) কোনাটিই নয়
উত্তর :- দুটি ভেক্টর রাশির গুণফল

25) কোন শহরকে Cottonpolis বলা হয়?
a) পুণে 
b)  মুম্বাই 
c) আহমেদাবাদ 
d) নাগপুর
উত্তর :- আহমেদাবাদ

26) 'ডিসলেক্সিয়া' নামক রোগটি হয় কী কারনে?
a) সিলিকা দূষণের জন্য 
b) সিসা দূষণের জন্য 
c) ফ্লুরাইড দূষণের জন্য 
d) ক্যাডমিয়াম দূষণের জন্য
উত্তর :- সিসা দূষণের জন্য

27) ভারতে প্রথম কত খ্রিস্টাব্দে মে দিবস পালিত হয়?
a) ১৯২৫
b) ১৯২৬
c) ১৯২৩
d) ১৯২৮
উত্তর :- ১৯২৩

28) কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়?
a) ১৯১৯
b) ১৯২০
c) ১৯২১
d) ১৯২২
উত্তর :- ১৯২১

29) কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্পঘনত্বের কত গুন?
a) দুইগুন 
b) তিনগুন 
c) চারগুন 
d) পাঁচগুন
উত্তর :- দুইগুন

30) ইউরেনাসের বায়ুমন্ডলে  কী গ্যাস আছে?
a) প্ৰপেন
b) হিলিয়াম 
c) বিউটেন 
d) মিথেন
উত্তর :- মিথেন

31) 'ইকোলজি' শব্দটি প্রথম ব্যবহার করেন-
a) ওডাম 
b) স্মিথ 
c) ট্রানসলে
d) উপরের কোনটিই নয়
উত্তর :- ওডাম

32) ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত?
a) 100
b) 32
c) 212
d) 180
উত্তর :- 180

33) গুপ্ত শাসকরা জে রৌপ্যমুদ্রা প্রচলন করেছিলেন তাকে বলা হত -
a) রুপায়ক 
b) কর্ষপণ
c) দিনারা 
d) পণ
উত্তর :- রুপায়ক

34) কোন ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কণা নির্গত হয়?
a) প্রোটন 
b) ইলেকট্রন 
c) নিউট্রন
d) সবগুলিই
উত্তর :- ইলেকট্রন

35) নিচের মধ্যে কোনটি পাখিদের অভয়ারণ্য?
a) গরুমারা 
b) ঘানা (রাজস্থান )
c) মহানন্দা 
d) চাপড়ামারি
উত্তর :- ঘানা (রাজস্থান )

36) ক্যাটালেটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য কী?
a) জল শোধন
b) তাপবিদ্যুৎ উৎপাদন 
c) মোটর যান - এর দূষণ নিয়ন্ত্রণ 
d) তাপমাত্রা কমানো
উত্তর :- মোটর যান - এর দূষণ নিয়ন্ত্রণ

37) নিচের কোনটি অন্তরক পদার্থ নয়?
a) এবোনাইট
b) প্যারাফিন
c) ব্যাকেলাইট 
d) গ্রাফাইট
উত্তর :- গ্রাফাইট

38) কার রাজসভায় 'নবরত্ন' গুণীজন শোভা পেতেন?
a) সমুদ্রগুপ্ত 
b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
c) কনিষ্ক 
d) হর্ষবর্ধন
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

39) 'MIC' পুরো কথাটি কী?
a) মিথাইল আইসোনেট
b) মিথাইল আইস নেট
c) মিথাইল আইসোসায়ানেট
d) মাইক্রো আইসোনেট
উত্তর :- মিথাইল আইসোসায়ানেট

40) ভারতের প্রধান খনিজ সম্পদ কী?
a) কয়লা
b) পেট্রোল 
c) তামা
d) অভ্র
উত্তর :- কয়লা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad