Ads Area

General Knowledge MCQ Question & Answer Part - 15 For All Competitive Exam 2021

 General Knowledge MCQ Question & Answer Part - 15 For All Competitive Exam 2021
General Knowledge MCQ Question & Answer Part - 15 For All Competitive Exam 2021

Hello, বন্ধুরা
 আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জেনারেল নলেজ বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

           জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - পনেরো 
 

1) গান্ধীজী চিরদিনের জন্য আফ্রিকা ছেড়ে চলে আসেন কত খ্রিস্টাব্দে?
a) ১৯১৪
b) ১৯১৫
c) ১৯১৮
d) ১৯১৭
উত্তর :- ১৯১৫

2) দার্জিলিং এ খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন?
a) বেশি ঠান্ডা 
b) বায়ুর চাপ বেশি 
c) বায়ুর চাপ কম 
d) সৌরশক্তি কম
উত্তর :- বায়ুর চাপ কম

3) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত?
a) গোয়া
b) বেঙ্গালুরু 
c) চেন্নাই 
d) হায়দরাবাদ
উত্তর :- বেঙ্গালুরু

4) কোনটি কিডনির কাজ?
a) আলট্রাফিলট্রেশন
b) টিউবুলার রি - অ্যাবজর্বশন 
c) টিউবুলার সিক্রেশন
d) ফ্যাগোসাইটোসিস
উত্তর :- ফ্যাগোসাইটোসিস

5) বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কোন বছর কার্যকরী হয়?
a) ১৯০২
b) ১৯০৪
c) ১৯০৩
d) ১৯০৫
উত্তর :- ১৯০৫

6) 'মো' (mho) একক হল কোন রাশির -
a) রোধ 
b) রোধাঙ্ক 
c) পরিবাহিতা 
d) কোনোটিই নয়
উত্তর :- পরিবাহিতা

7) মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল-
a) লোহা 
b) সোনা
c) রুপো 
d) তামা
উত্তর :- তামা

8) লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত?
a) যমুনা 
b) ব্রহ্মপুত্র 
c) শতদ্রু
d) গঙ্গা
উত্তর :- শতদ্রু

9) ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল?
a) ১২ টি 
b) ২০ টি 
c) ২২ টি 
d) ৪২ টি
উত্তর :- ২২ টি

10) প্রত্নখননে লাঙ্গলের ব্যবহারের নির্দেশ পাওয়া গেছে কোথায়?
a) হরপ্পা 
b) লোথাল 
c) কালিবাঙ্গান 
d) বনওয়ালি
উত্তর :- কালিবাঙ্গান

11) রিউমার স্কেলে ঊর্ধস্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙকের মধ্যে পার্থক্য কত?
a) 100
b) 180
c) 80
d) 120
উত্তর :- 80

12) 'লুপ অব হেনলি' কোথায় থাকে?
a) কর্টেক্সে 
b) মেডুলাতে
c) রেনাল পেলভিসে 
d) ইউরেটারে
উত্তর :- মেডুলাতে

13) বাংলাদেশের প্রধান শিল্প কোনটি?
a) চা 
b) পাট 
c) হলুদ 
d) কার্পাস
উত্তর :- পাট

14) লোকসভার কোনো সদস্য তাঁর ইস্তফাপত্র কাকে জমা দেন?
a) দলীয় প্রধানকে
b) স্পিকারকে 
c) প্রধানমন্ত্রীকে 
d) রাষ্ট্রপতিকে
উত্তর :- স্পিকারকে

15) জৈনধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন?
a) মহাবীর 
b) পার্শ্বনাথ 
c) ঋষভদেব 
d) অরিস্টনেমি
উত্তর :- মহাবীর

16) পেলটন হুইল কোন শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে?
a) শব্দশক্তি
b) স্থিতিশক্তি 
c) গতিশক্তি 
d) জোয়ার ভাটা শক্তি
উত্তর :- স্থিতিশক্তি

17) শরীরের ভিতর ইউরিয়া উৎপন্ন হয়?
a) বৃক্কে 
b) মূত্রথলিতে
c) ফুসফুসে 
d) যকৃতে
উত্তর :- যকৃতে

18) ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী?
a) লাডাক মালভূমি 
b) পামীর মালভূমি
c) ছোটনাগপুর মালভূমি
d) উপদ্বীপীয় মালভূমি
উত্তর :- লাডাক মালভূমি

19) কোন দেশের মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে?
a) গ্যাবন 
b) কেনিয়া 
c) ক্যামেরুন 
d) ঘানা
উত্তর :- কেনিয়া

20) কাকে 'হিন্দুস্তানের তোতাপাখি' বলা হত?
a) কবির 
b) তানসেন 
c) আমির খসরু 
d) বদাউনি
উত্তর :- আমির খসরু

21) খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিফলন হয় একে কি বলে?
a) অণুরণন
b) প্রতিসরণ
c) প্রতিত্ন ফলন
d) প্রতিধ্বনি
উত্তর :- অণুরণন

22) কোনটির সাথে জ্যাকবসন অঙ্গ জড়িত?
a) স্পশ 
b) গন্ধ 
c) তাপ 
d) মস্তিষ্ক
উত্তর :- গন্ধ

23) আপেলের রাজ্য কাকে বলা হয়?
a) হিমাচল প্রদেশ 
b) রাজস্থান
c) জম্মু ও কাশ্মীর
d) অরুণাচল প্রদেশ
উত্তর :- হিমাচল প্রদেশ

24) পিত্তরসে কোন উৎসেচকটি থাকে?
a) অ্যামাইলেজ 
b) ট্রিপসিন
c) লাইপেজ
d) কোন উৎসেচকই থাকে না
উত্তর :- কোন উৎসেচকই থাকে না

25) কার রাজসভায় 'নবরত্ন' গুণীজন  শোভা পেতেন ?
a) সমুদ্র 
b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
c) কনিষ্ক 
d) হর্ষবর্ধন
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

26) দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
a) স্টপ ওয়াচ
b) রিস্ট ওয়াচ
c) দেওয়াল ঘড়ি 
d) জল ঘড়ি
উত্তর :- স্টপ ওয়াচ

27) কার দ্বারা মেনিনজাইটিস ঘটে?
a) ছত্রাক
b) সালমোনেল্লা 
c) মেনিনগোকক্সাস 
d) ভাইরাস মেনিন
উত্তর :- ভাইরাস মেনিন

28) স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক  বিশিষ্ট সুরটিকে কি বলে?
a) মূলসুর
b) সমমেল 
c) উপসুর 
d) কোনটাই নয়
উত্তর :- মূলসুর

29) কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি হয়?
a) ভিটামিন A
b) ভিটামিন D
c) ভিটামিন E
d) ভিটামিন C
উত্তর :- ভিটামিন C

30) বৈদিক যুগে রাজারা যে রাজস্ব আদায় করতেন, তার নাম ছিল -
a) কর 
b) বর্মণ 
c) বিদাথা 
d) বলি
উত্তর :- বলি

31) স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কার সূত্র?
a) চার্লসের 
b) বয়েলের 
c) অ্যাভোগ্যাড্রোর 
d) গেলুকাসের
উত্তর :- বয়েলের

32) রক্তের প্রকৃতি-
a) আমলিক 
b) ক্ষারীয় 
c) নিষ্ক্রিয় 
d) যে কোন প্রকৃতির
উত্তর :- ক্ষারীয়

33) পাকিস্তানের প্রধান নদী কোনটি?
a) শতদ্রু
b) বিপাশা 
c) চিত্রাল 
d) সিন্ধু
উত্তর :- সিন্ধু

34) কত ডিগ্রি সেন্ট্রিগেড উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার?
a) 1°C
b) 4°C 
c) 2°C
d) 6°C
উত্তর :- 4°C

35) কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন্ড বর্ণিত ব্যাধি হয়?
a) অ্যাড্রিনাল 
b) থাইরয়েড 
c) শুক্রাশয় 
d) পিটুইটারি
উত্তর :- পিটুইটারি

36) সাতবাহন রাজাদের দ্বারা উৎকীর্ণ শিলালিপি কোন ভাষায় লিখিত হয়েছিল?
a) পালি
b) খরোষ্ঠী 
c) প্রাকৃত 
d) সংস্কৃত
উত্তর :- প্রাকৃত

37) মানব শিশুর সর্বমোট কঙ্কালপেশির সংখ্যা -
a) 206 টি 
b) 365 টি 
c) 255 টি 
d) 556 টি
উত্তর :- 255 টি

38) ভারতের কোন বন্দরে যুদ্ধজাহাজ তৈরি হয়?
a) হলদিয়া 
b) পারাদ্বীপ 
c) মাজাগাঁও 
d) মার্মাগাঁও
উত্তর :- মাজাগাঁও

39) সমতল দর্পণে রশ্মির আপাতন কোন কত হলে, রশ্মির চ্যুতি কোণ 90° হবে?
a) 90°
b) 180°
c) 45°
d) কোনোটিই নয়
উত্তর :- 45°

40) আলেকজান্ডারের কাছে রাজাপুর কোন যুদ্ধে পরাজিত হন?
a) জলন্ধর 
b) হিদাসপিসাস 
c) বক্সার
d) কাবুল
উত্তর :- হিদাসপিসাস

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad