Ads Area

General Knowledge MCQ Question & Answer Part - 16 For All Competitive Exam 2021

General Knowledge MCQ Question & Answer Part - 16 For All Competitive Exam 2021

General Knowledge MCQ Question & Answer Part - 16 For All Competitive Exam 2021


Hello, বন্ধুরা

আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জেনারেল নলেজ বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।


              জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - ১৬



1) বৌদ্ধরা কার সময়কালে হীনযান o মহাযানে দ্বিধা বিভক্ত হয়েছিল?

a) কনিষ্ক 

b) হর্ষবর্ধন 

c) অশোক 

d) অজাতশত্রু

উত্তর :- কনিষ্ক


2) সাধারণ অস্বস্তিকর শব্দের মাত্রা কত?

a) 60-90 ডেসিবেল

b) 70-80 ডেসিবেল

c) 80 ডেসিবেল

d) 65 ডেসিবেল

উত্তর :- 60-90 ডেসিবেল


3) পাঁচমারি কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ

a) মৈকাল 

b) মহাদেব

c) বিন্ধ্য 

d) আরাবল্লি

উত্তর :- মহাদেব


4) কাশ্মীরী পোশাক কী নামে পরিচিত?

a) ফিরান 

b) আংরাখা 

c) বুগটারী

d) আচকান

উত্তর :- ফিরান


5) তাপের সর্বোত্তম ও নিকৃষ্ট পরিবাহী হল -

a) Ag ও pb 

b) Cu ও Al 

c) As ও Au 

d) Cu ও Au

উত্তর :- Ag ও pb


6) কোথায় দিন রাত্রি সমান হয়?

a) নিরক্ষীয় অঞ্চলে 

b) মেরু অঞ্চলে 

c) কর্কটক্রান্তি অঞ্চল

d) মকরক্রান্তি অঞ্চল

উত্তর :- নিরক্ষীয় অঞ্চলে


7) নিম্নলিখিত কোন শাসকদের রাজধানী ছিল কাঞ্চি?

a) পল্লব 

b) রাষ্ট্রকূট 

c) চালুক্য 

d) চোল

উত্তর :- পল্লব


8) রঙ্গিত কোন নদীর প্রধান উপনদী?

a) তোর্সা 

b) মহানন্দা 

c) তিস্তা 

d) জলঢাকা

উত্তর :- তিস্তা


9) সুন্দরবনে কত ধরণের ম্যানগ্রোভ উদ্ভিদ আছে?

a) 34 প্রজাতির 

b) 64 প্রজাতির 

c) 56 প্রজাতির 

d) 60 প্রজাতির

উত্তর :- 64 প্রজাতির


10) ক্রেন কোন শ্রেণীর লিভার?

a) তৃতীয় 

b) দ্বিতীয় 

c) প্রথম 

d) চক্র ও অক্ষদন্ড প্রকৃতির

উত্তর :- তৃতীয়


11) সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?

a) পরিচালন 

b) পরিবহন 

c) বিকরণ 

d) প্রতিসরণ

উত্তর :- পরিচালন


12) বাবরের জীবনী কোন ভাষায় রচিত?

a) হিন্দি 

b) পারসি 

c) উর্দু 

d) তুর্কি

উত্তর :- তুর্কি


13) ব্ল্যাকফুট রোগ কেন হয়?

a) আর্সেনিক দূষণ 

b) ক্যাডমিয়াম দূষণ 

c) সিসা দূষণ 

d) তামা দূষণ

উত্তর :- আর্সেনিক দূষণ


14) বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন প্লাস্টিকে মোড়া থাকে?

a) লাল 

b) নীল 

c) সবুজ 

d) হলুদ

উত্তর :- লাল


15) কোন দেশের মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে?

a) গ্যাবন 

b) কেনিয়া 

c) ক্যামেরুন 

d) ঘানা

উত্তর :- কেনিয়া


16) কাগজ শিল্প থেকে কী ধরণের ধাতবদূষণ হতে পারে?

a) সিসা 

b) ক্রোমিয়াম 

c) পারদ 

d) ক্যাডমিয়াম

উত্তর :- ক্রোমিয়াম


17) মায়ানমারের রাজধানীর নাম কী?

a) ঢাকা 

b) বার্মা 

c) মান্দালয় 

d) রেঙ্গুন

উত্তর :- রেঙ্গুন


18) 'সূর্যসিদ্ধান্ত' গ্রন্থের লেখক কে?

a) কালিদাস 

b) বরাহমিহির 

c) ভারবি 

d) শূদ্রক

উত্তর :- বরাহমিহির


19) পৃথিবীর উচ্চতম গিরিপথের নাম কী?

a) কাঞ্চনজঙ্ঘা 

b) মাকালু 

c) কারাকোরাম 

d) বানিহাল

উত্তর :- কারাকোরাম


20) কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্পঘনত্বের কতগুন?

a) দুইগুণ 

b) তিনগুণ 

c) চারগুণ

d) পাঁচগুণ

উত্তর :- দুইগুণ


21) আনাসাগর হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?

a) হলদি নদী 

b) হুগলী নদী 

c) পদ্মা নদী 

d) লুনী নদী

উত্তর :- লুনী নদী


22) প্লেগের বাহক কী?

a) ইঁদুর 

b) বেড়াল 

c) খোলকযুক্ত প্রাণি 

d) এর কোনওটিই নয়

উত্তর :- ইঁদুর


23) 'পঞ্চতন্ত্র' কার রচনা?

a) কালিদাস 

b) বানভট্ট

c) বিষ্ণু শর্মা

d) কলহন

উত্তর :- বিষ্ণু শর্মা


24) পূর্ব ভারতের বৃহত্তম হ্রদের নাম কী?

a) উলার 

b) চিল্কা 

c) ডাল 

d) লেকটাক 

উত্তর :- চিল্কা


25) ফোটন হল এক ধরনের -

a) যৌগিক কণা 

b) আয়ন 

c) ভরহীন কণা 

d) ভরযুক্ত কণা

উত্তর :- ভরহীন কণা


26) 'ফার গাছের শহর' কাকে বলা হয়?

a) কালিমপং 

b) কার্শিয়াং 

c) দার্জিলিং 

d) লে

উত্তর :- লে


27) পতঙ্গের শ্বাস - অঙ্গ হল -

a) ট্রাকিয়া 

b) প্লাস্ট্ররন 

c) ফুলকা 

d) সবকটি

উত্তর :- সবকটি


28) কাকে 'হিন্দুস্থানের তোতাপাখি' বলা হত?

a) কবির 

b) তানসেন 

c) আমির খসরু 

d) বদাউনি

উত্তর :- আমির খসরু


29) ইংলিশ চ্যানেলের অপর নাম কী?

a) ডোভার প্রণালী 

b) কুক প্রণালী 

c) ডেকন প্রণালী 

d) বেরিং প্রণালী

উত্তর :- ডেকন প্রণালী


30) তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?

a) নিবোর

b) ম্যা. কুরি 

c)  ড: রাদারফোর্ড 

d) ব্যেকারেল

উত্তর :- ব্যেকারেল


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad