General Knowledge MCQ Question & Answer Part - 17 For All Competitive Exam 2021
General Knowledge MCQ Question & Answer Part - 17 For All Competitive Exam 2021 |
Hello, বন্ধুরা,
জকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জেনারেল নলেজ বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - ১৭
1. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
A. আলাউদ্দিনের **
B. ইলতুৎমিসের
C. রাজিয়ার
D. বলবনের
2. শ্রীলংকার জাতীয় ভাষা কি?
A. তামিল
B. কন্নড়
C. সিংহলি**
D. তেলুগু
3. স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে?
A. হীরালাল জে কানাইয়া **
B. এ এন রায়
C. বি পি সিনহা
D. পিএন ভগবতী
4. পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি?
A. গ্রেট ডিভাইডিং
B. গ্রেট বেরিয়ার রিপ **
C. গ্রেট সী রীপ
D. কোনো টিই না
5. আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত ?
A. চিলি **
B. কলম্বিয়া
C. ব্রাজিল
D. পেরু
6. আদিনা মসজিদ নির্মাণ করেন -
A. হোসেন শাহ
B. শেরশাহ
C. নসরৎ শাহ
D. সিকিন্দার শাহ **
7. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন?
A. কবীর **
B. চৈতন্যদেব
C. নামদেব
D. কেউ ই না
8. ' তুজুক ই বাবরি ' এই আত্মজীবনীটি কে লেখেন?
A. আকবর
B. বাবর **
C. হুমায়ূন
D. জাহাঙ্গীর
9. স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
A.ডক্টর নগেন্দ্র সিংহ
B. আর কে ত্রিবেদী
C. সুকুমার সেন **
D.টি স্বামীনাথন
10 . গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন?
A.পহ্লব
B. সাতবাহন**
C. চোল
D. কুশান
11. বিশ্বের বৃহত্তম নদীচর হল -
A. মাজুলি দ্বিপ **
B. সাগর দ্বিপ
C. পূর্বাসা দ্বিপ
D. কোনো টিই না
12. বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব?
A. পাঞ্জাব**
B. উত্তর প্রদেশ
C. অন্ধ্রপ্রদেশ
D. ওড়িশা
13. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
A. ডাঃ জাকির হোসেন
B. ডঃ রাজেন্দ্র প্রসাদ **
C. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
D. জওহরলাল নেহেরু
14. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে?
A. ডঃ জাকির হোসেন
B. ডঃ ভি ভি গিরি
C. জি এস পাঠক
D. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ **
15. দামোদরের প্রধান শাখানদী কোনটি ?
A. মুন্ডেশ্বরী**
B. শিলাবতী
C. মাতলা
D. রূপনারায়ন
16. আধুনিক চিনের জনক কাকে বলা হয় ?
A. কামাল পাসা
B. বেনিজিং হুড্রো
C. সান ইয়াৎ সেন**
D. কোনো টিই না
17. কোনটির মধ্যে ব্যাতিক্রান্ত প্রসারণ দেখা যায়?
A. পারদ
B. গ্লিসারিন
C. কেরোসিন
D. জল**
18. মানব মস্তিষ্কে স্নায়ুকোষ থাকে প্রায়?
A. 1 লাখ
B. 10 শত কোটি**
C. 10 কোটি
D. 40 হাজার
19. সংগীত নাটক অ্যাকাডেমি কত সালে গঠিত হয়?
A. 1935
B. 1960
C. 1980
D. 1953**
20. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
A. ইন্দিরা গান্ধী
B. জওহরলাল নেহেরু **
C. লাল বাহাদুর শাস্ত্রী
D. মোরারজি দেশাই