General Knowledge MCQ Question & Answer Part - 18 For All Competitive Exam
General Knowledge MCQ Question & Answer Part - 18 For All Competitive Exam |
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর পর্ব - ১৮
1. মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন ?
a) স্কন্দ গুপ্ত
b) সমুদ্র গুপ্ত
c)চন্দ্র গুপ্ত মৌর্য **
d) হর্ষবর্ধন
2. কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়......
a) ভিটামিন A
b) ভিটামিন C
c) ভিটামিন D **
d) ভিটামিন K
3. মুদ্রারাক্ষস কার রচনা ?
a) শুদ্রক
b) বিশাখদত্ত **
c) বিষ্ণুশর্মা
d) বৎসায়ান
4. পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?
a)মুর্শিদাবাদ
b) নদিয়া **
c) মালদা
d) পুরুলিয়া
5.বৃহৎসংহিতা - গ্রন্থের রচয়িতা কে ?
a) আর্যভট্ট
b) বরাহমিহির **
c) অমর সিংহ
d) ব্রহ্মগুপ্ত
6. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় ?
a) মহারাষ্ট্র **
b) গুজরাট
c) অন্ধ্রপ্রদেশ
d) পাঞ্জাব
7. গান্ধীজীর বুনিয়াদি শিক্ষার মূল মন্ত্র কি?
a) আর্তমানুষের সেবা
b) সমগ্র গ্রামসেবা **
c) সকলের সেবা করা
d) সামাজিক উন্নয়ন
8. অ্যামিবার গমন অঙ্গের নাম......
a) সিলিয়া
b) ফ্লাজেলা
c) ক্ষণপদ **
d) সিটা
9. ইনফ্যান্ট স্কুল সোসাইটি কবে স্থাপিত হয়েছিল?
a)1820
b)1822
c)1818
d)1824 **
10. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম
a) খরগপুর **
b) বিশাখাপত্তনম
c) সেকেন্দ্রাবাদ
d) কানপুর
11. শিক্ষা আইন কবে চালু হয়েছিল?
a) 1902 **
b) 1904
c) 1908
d) 1918
12. ´টুনটুনি` বইয়ের লেখক কে?
a) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী **
b) সুকুমার রায়
c) সত্যজিৎ রায়
d) খগেন্দ্রনাথ মিত্র
13. ভারতের উচ্চতম শৃঙ্গ K2এই নামেও পরিচিত :
a) কারাকোরাম
b) কাশ্মীর
c) গডউইন অস্টিন **
d) কেনিথ
14. ভারতের কয়লা প্রধানত
a) এনথ্রাসাইট
b) বিটুমিনাস **
c) লিগনাইট
d) পিট
15. ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক ?
a) উত্তরপ্রদেশ **
b) মহারাষ্ট্র
c) তামিলনাডু
d) অন্ধ্রপ্রদেশ
16. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি ?
a) রূপনারায়ণ
b) সুবর্ণরেখা
c) দামোদর **
d) কয়না
17. চিলকা হ্রদ হল
a) নোনা জলের হ্রদ **
b) স্বাদু জলের হ্রদ
c) বর্ষাকালেস্বাদু জলের হ্রদ
d)গীষ্মকালে নোনা জলের হ্রদ
18. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ?
a)ফা-হিয়েন
b) হিউয়েন সাং
c)মেগাস্থিনিস **
d) নাগার্জুন
19. হরিসেন কোন রাজার সভাকবি ছিলেন ?
a) হর্ষবর্ধন
b) দ্বিতীয় পুলকেসি
c) সমুদ্র গুপ্ত **
d)চন্দ্র গুপ্ত মৌর্য
20.মগধের কোন শাসক সোনিয়া নামে পরিচিত ছিলেন ?
a) বিম্বিসার **
b) অজাত শত্রু
c) অশোক
d) বৃহদথ