Ads Area

Geography MCQ Question & Answer Part - 15 For All Competitive Exam

 Geography MCQ Question & Answer Part - 15 For All Competitive Exam
Geography MCQ Question & Answer Part - 15 For All Competitive Exam 


Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

                   ভূগোল প্রশ্নোত্তর পর্ব - পনেরো
     

1) তামাক কোন ধরনের মৃত্তিকায় ভালো চাষ হয়?
a) লালমাটি
b) ল্যাটেরাইট মৃত্তিকা 
c) কৃষ্ণ মৃত্তিকা
d) পলি মাটি
উত্তর :-লালমাটি

2) জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম?
a) উত্তর দিনাজপুর
b) দক্ষিণ দিনাজপুর 
c) বাঁকুড়া 
d) বীরভূম
উত্তর :-উত্তর দিনাজপুর

3) রাউরকেল্লা ইস্পাত কারখানা টি কোন খনি থেকে কয়লা সংগ্রহ করে?
a) রানিগঞ্জ 
b) কোবরা
c) বায়লাডিলা 
d) তালচের
উত্তর :-তালচের

4) ভারতের প্রথম সর্বাধুনিক কম্পিউটারাইজড বন্দর কোনটি?
a) কোচি 
b) কান্দলা 
c) নভসেবা 
d) বিশাখাপত্তনম
উত্তর :-নভসেবা

5) তাপবিদ্যুৎ কেন্দ্রে কোন ধরনের কয়লা ব্যবহৃত হয়?
a) লিগনাইট 
b)পিট 
c) বিটুমিনাস
d) অ্যানথ্রাসাইট
উত্তর :-লিগনাইট

6) কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন জেলার ওপর বিস্তৃত সবচেয়ে নয়?
a) বর্ধমান 
b) বীরভূম 
c) বাঁকুড়া
d)পুরুলিয়া
উত্তর :- বীরভূম

7) মধুমালাই সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত?
a) ঝাড়খন্ড 
b) কেরল 
c) তামিলনাড়ু 
d) সিকিম
উত্তর :- তামিলনাড়ু

8) কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়?
a) পশ্চিমা বায়ু
b) আয়ন বায়ু 
c) মেরুদেশীয় বায়ু 
d) সমুদ্র বায়ু
উত্তর :- পশ্চিমা বায়ু

9) দক্ষিণ মেরু কে আবিষ্কার করেন?
a) মার্কোপোলো 
b) অ্যামুন্ডসেন 
c) কলম্বাস 
d) নানসেন
উত্তর :- অ্যামুন্ডসেন

10) বিশ্বের সর্ববৃৎ বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত?
a) জাপান 
b) ভারত 
c) চিন 
d) ইন্দোনেশিয়া
উত্তর :- ইন্দোনেশিয়া

11) কোন শহরকে 'ইউরোপের ককপিট' বলা হয়?
a) বেলজিয়াম
b) সুইজারল্যান্ড 
c) নেদারল্যান্ড 
d) লুসেমবার্গ
উত্তর :- বেলজিয়াম

12) সুপিরিয়র হ্রদ কোথায় অবস্থিত?
a) উত্তর আমেরিকা 
b) দক্ষিণ আফ্রিকা 
c) অস্ট্রেলিয়া 
d) ইংল্যান্ড
উত্তর :- উত্তর আমেরিকা

13) কোন  চিনা নদীকে হলুদ নদী হিসেবে চিহ্নিত করা হয়?
a) হোয়াংহো 
b) সিকিয়াং 
c) ইয়াং -সি-কিয়াং 
d) মেকং
উত্তর :- হোয়াংহো

14) বিশ্বের সবচেয়ে উচ্চতম সৌধ 'কুয়েত  জালকোট পিরামিড' কোথায় অবস্থিত?
a) মেক্সিকো সিটি 
b) কাইরো 
c) পেরু 
d) হাওয়াই
উত্তর :- কাইরো

15) নাগা পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
a) ইন্দ্রপুরী 
b) দাঙ পো 
c) সরাবতী 
d) তিরিচিমির
উত্তর :- সরাবতী

16) আন্দিজ পর্বত প্রধানত কী ধরণের পর্বত?
a) আগ্নেয় 
b) স্তূপ 
c) ক্ষয়জাত 
d) ভঙ্গিল
উত্তর :- ভঙ্গিল

17) ভারতের উত্তর-পূর্ব অংশে ভূমিক্ষয়ের প্রধান কারণ কী?
a) পার্বত্য ভূ - প্রকৃতি 
b) অনিয়ন্ত্রিত বৃষ্টিপাত 
c) স্থানান্তর কৃষি 
d) প্রবল বৃষ্টিপাত
উত্তর :- অনিয়ন্ত্রিত বৃষ্টিপাত

18) খনিজ তেলের বৃহত্তম সংরক্ষিত অঞ্চল কোথায় অবস্থিত?
a) ইরান 
b) ইরাক 
c) সৌদি আরব 
d) কুয়েত
উত্তর :- সৌদি আরব

19) 'যোগ'  জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
a) ঝাড়খন্ড 
b) দার্জিলিং 
c) মহীশূর
d) অন্ধ্রপ্রদেশ
উত্তর :- মহীশূর

20) সবুজ বিপ্লব কথাটি যুক্ত  রয়েছে কিসের সাথে?
a) গম 
b) ধান 
c) তুলো 
d) কোনোটিই নয়
উত্তর :- গম

21) দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
a) কর্ণাটক 
b) ঝাড়খন্ড 
c) মধ্যপ্রদেশ
d) ছত্তিশগড়
উত্তর :- ছত্তিশগড়

22) নিকেল উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
a) ওড়িশা 
b) বিহার
c) কর্নাটক
d) রাজস্থান
উত্তর :- ওড়িশা

23) ভারতের দীর্ঘতম নদী কোনটি?
a) গঙ্গা
b) সিন্ধু 
c) গোদাবরী 
d) কোনোটিই নয়
উত্তর :- গঙ্গা

24) ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কী?
a) চেরাপুঞ্জি
b) দার্জিলিং 
c) মৌসিনরাম
d) মুসৌরি
উত্তর :- মৌসিনরাম

25) বিশ্বের কোন অংশে বছরের কোন সময়েই বৃষ্টিপাত হয় না?
a) মধ্য ইউরোপ
b) মধ্য - উত্তর আমেরিকা 
c) পোলার রিজিয়ন 
d) সাহারা পাশ্ববর্তী অঞ্চল
উত্তর :- পোলার রিজিয়ন

26) 'কোরকু' উপজাতির প্রধান বাসস্থান কোথায়?
a) মিজোরাম
b) রাজস্থান 
c) নীলগিরি 
d) মধ্যপ্রদেশ
উত্তর :- মধ্যপ্রদেশ

27) কোন বন্যপ্রাণী ভারতের সবচেয়ে বেশি আয়তন অধিকার করে?
a) ক্রান্তীয় আদ্র পর্ণমোচী
b) উপক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ
c) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ
d) ক্রান্তীয় শুষ্ক  পর্ণমোচী
উত্তর :- ক্রান্তীয় আদ্র পর্ণমোচী

28) 'মুরী' কী?
a) অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্র
b) ম্যাঙ্গানিজ উৎপাদক অঞ্চল 
c) লৌহ ইস্পাত কেন্দ্র 
d) কয়লা খনি অঞ্চল
উত্তর :- অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্র

29) আল্পস,  রকি ও আন্দিজ কোন ধরনের পর্বত?
a) সঞ্চয়জাত পর্বত
b) স্তূপ পর্বত 
c) ভঙ্গিল পর্বত 
d) ক্ষয়জাত পর্বত
উত্তর :- ভঙ্গিল পর্বত

30) ভারতের শুষ্কতম স্থান কোনটি?
a) বিকানির 
b) জয়সলমির 
c) লাদাখ 
d) যোধপুর
উত্তর :- লাদাখ

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad