Geography MCQ Question & Answer Part - 16 For All Competitive Exam
Geography MCQ Question & Answer Part - 16 For All Competitive Exam |
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ভূগোল প্রশ্নোত্তর পর্ব - ১৬
1) চীনে ঘূর্ণবাত কি নামে পরিচিত?
a) সাইক্লোন
b) হ্যারিকেন
c) টর্নেডো
d) টাইফুন
উত্তর :- টাইফুন
2) কোথায় সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান?
a) কুমেরু
b) সুমেরু
c) মূল মধ্যরেখা
d) বিষুবরেখা
উত্তর :- বিষুবরেখা
3) তিস্তা কোন নদীর উপনদী?
a) গঙ্গা
b) ব্রহ্মপুত্র
c) সিন্ধু
d) কোনোটিই নয়
উত্তর :- কোনোটিই নয়
4) 'ফার গাছের শহর' কাকে বলা হয়?
a) কালিমপং
b) কার্শিয়াং
c) দার্জিলিং
d) লে
উত্তর :- লে
5) এককভাবে ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্প কোনটি?
a) পাট শিল্প
b) চিনি শিল্প
c) কার্পাস বয়ন
d) চা শিল্প
উত্তর :- কার্পাস বয়ন
6) কোন বায়ুর প্রবাহে শীতকালে বৃষ্টিপাত হয়?
a) পশ্চিমা বায়ু
b) আয়ন বায়ু
c) মেরুদেশীয় বায়ু
d) সমুদ্র বায়ু
উত্তর :- পশ্চিমা বায়ু
7) বিশ্বের সর্ববৃৎ বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত?
a) জাপান
b) ভারত
c) চিন
d) ইন্দোনেশিয়া
উত্তর :- ইন্দোনেশিয়া
8) আন্দিজ পর্বত প্রধানত কী ধরণের পর্বত?
a) আগ্নেয়
b) স্তূপ
c) ক্ষয়জাত
d) ভঙ্গিল
উত্তর :- ভঙ্গিল
9) আয়ারল্যান্ডের রাজধানীর নাম কী?
a) আক্রা
b) জাগ্রেব
c) জেরুজালেম
d) ডাবলিন
উত্তর :- ডাবলিন
10) মিশরের স্থানীয় বায়ুর নাম কী?
a) খামসিন
b) লু
c) ফন
d) শিরক্কো
উত্তর :- খামসিন
11) সিরাস মেঘ কেমন দেখতে?
a) পেঁজা তুলোর মতো
b) মাছের আঁশের মত
c) পাখির পালকের মতো
d) স্তুপাকৃতি
উত্তর :- পাখির পালকের মতো
12) মিথেন গ্যাসের উৎস কোথায়?
a) ধানক্ষেত
b) পাটখেত
c) পচাডোবা
d) আবর্জনা স্তুপ
উত্তর :- আবর্জনা স্তুপ
13) ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নোক্ত নদীর উপরে অবস্থিত :
a) ঝিলাম
b) শতদ্রু
c) বিপাশা
d) সিন্ধু
উত্তর :- শতদ্রু
14) ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় -
a) লাক্ষাদ্বীপে
b) দমন ও দিউ - এ
c) সুন্দরবনে
d) নর্মদা নদীর মোহনায়
উত্তর :- লাক্ষাদ্বীপে
15) হিমালয় হচ্ছে -
a) ভঙ্গিল পর্বত
b) স্তুপ পর্বত
c) অবশিষ্ট পর্বত
d) টেবিল ল্যান্ড
উত্তর :- ভঙ্গিল পর্বত
16) হলদিয়া একটি-
a) পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র
b) গভীর সমুদ্রের মতসচাষ কেন্দ্র
c) লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র
d) কারিগরি শিল্পকেন্দ্র
উত্তর :- পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র
17) মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলে -
a) রেগোলিথ
b) খাদর
c) রেগুর
d) ভাবর
উত্তর :- রেগুর
18) ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক?
a) ওড়িশা
b) ঝাড়খন্ড
c) ছত্রিশগড়
d) পশ্চিমবাংলা
উত্তর :- ঝাড়খন্ড
19) নর্মদা নদীর উৎপত্তি কোথায়?
a) অমরকন্টক মালভূমি
b) বিন্ধ্য পর্বতমালা
c) মাইখাল পর্বতমালা
d) পালনী পর্বত
উত্তর :- অমরকন্টক মালভূমি
20) ভারতের কয়লা প্রধানত-
a) এনথ্রাসাইট
b) বিটুমিনাস
c) লিগনাইট
d) পিট
উত্তর :- বিটুমিনাস
21) স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নীচের কোন জেলাটি ছিল না?
a) কোচবিহার
b) হাওড়া
c) দার্জিলিং
d) মুর্শিদাবাদ
উত্তর :- কোচবিহার
22) চিলকা হ্রদ হল-
a) নোনা জলের হ্রদ
b) স্বাদু জলের হ্রদ
c) বর্ষাকালেস্বাদু জলের হ্রদ
d) গীষ্ম কালে নোনা জলের হ্রদ
উত্তর :- নোনা জলের হ্রদ
23) পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল -
a) তিস্তা, জলঢাকা, রায়ডাক
b) গঙ্গা,ব্রহ্মপুত্র
c) তিস্তা,গঙ্গা
d) দামোদার,গঙ্গা
উত্তর :- তিস্তা, জলঢাকা, রায়ডাক
24) ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায়?
a) গম
b) ধান
c) তৈলবীজ
d) ভুট্টা
উত্তর :- গম
25) ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল-
a) কূপ ও নলকূপ
b) খাল
c) জলাশয়
d) সাগর ও মহাসাগর
উত্তর :- কূপ ও নলকূপ
26) ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে -
a) উত্তরপ্রদেশ
b) মধ্যপ্রদেশ
c) রাজস্থান
d) গুজরাট
উত্তর :- রাজস্থান
27) পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে?
a) মুর্শিদাবাদ
b) নদিয়া
c) মালদা
d) পুরুলিয়া
উত্তর :- নদিয়া
28) পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি?
a) রূপনারায়ণ
b) সুবর্ণরেখা
c) দামোদর
d) কয়না
উত্তর :- দামোদর
29) নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে?
a) চেন্নাই
b) বিশাখাপত্তনম
c) হলদিয়া
d) নব তুতিকোরিন
উত্তর :- বিশাখাপত্তনম
30) ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে-
a) ল্যাটেরাইটজাত মৃত্তিকা
b) লোহিত বা লাল মৃত্তিকা
c) কৃষ্ণ মৃত্তিকা
d) পলি মৃত্তিকা
উত্তর :- পলি মৃত্তিকা