Ads Area

Geography Question & Answer Part - 14 For All Competitive Exam

 Geography Question & Answer Part - 14 For All Competitive Exam
Geography Question & Answer Part - 14 For All Competitive Exam 


Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

                   ভূগোল প্রশ্নোত্তর পর্ব - চোদ্দ
      

1) ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য রিখটার স্কেলে ক'টি  ভাগ থাকে?
a) 10 টি 
b) 12 টি 
c) 15 টি 
d) 20 টি
উত্তর :- 10 টি

2) রেশম উৎপাদন/ চাষের সঙ্গে জড়িত  নীচের কোনটি?
a) সিলভি কালচার 
b) সেরিকালচার
c) ভিটি কালচার
d) অ্যাকুয়া কালচার
উত্তর :- সেরিকালচার

3) রাউরকেল্লা ইস্পাত কারখানাটি নিম্নলিখিত কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে?
a) সোভিয়েত ইউনিয়ন 
b) ব্রিটেন 
c) ফ্রান্স 
d) পশ্চিম জার্মানি
উত্তর :- পশ্চিম জার্মানি

4) নিফুদ ও রাব -অল- খালি মরুভূমি দুটি নিম্নলিখিত কোন দেশের অন্তর্গত?
a) পাকিস্তান 
b) আফগানিস্থান 
c) সৌদি আরব
d) ইরান
উত্তর :- সৌদি আরব

5) টেরারোজা আসলে কী?
a) ভূ -ত্বক 
b) মৃত্তিকা 
c) শিলা 
d) প্রস্তর খন্ড
উত্তর :- মৃত্তিকা

6) নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?
a) মিসিসিপি 
b) গঙ্গা 
c) নীলনদ 
d) সেন্টলরেন্স
উত্তর :- সেন্টলরেন্স

7) ভারতের বৃহত্তম নদী মধ্যস্থির চর কোনটি?
a) মাজুলি চর 
b) গঙ্গাচর 
c) সবুজচর 
d) মায়াচর
উত্তর :- মাজুলি চর

8) গ্রাবরেখাকে ইংরেজিতে কী বলা হয়?
a) কেন 
b) উৎপাটন 
c) মোরেন 
d) সার্ক
উত্তর :- মোরেন

9) নায়াগ্রা শব্দের অর্থ কী?
a) শীতল 
b) সুদৃশ্য 
c) সৌন্দর্য্য 
d) সুবিস্তৃত
উত্তর :- সুদৃশ্য

10) বিশ্বের বৃহত্তম পর্বত পাদদেশীয় হিমবাহের নাম হল -
a) ল্যাম্বার্ট
b) মালাসপিনা 
c) জেমু 
d) কুয়াৱ্যাক
উত্তর :- মালাসপিনা

11) লোয়েস শব্দের অর্থ কী?
a) সঞ্চিত বস্তু
b) স্থানচ্যুত বস্তু
c) ক্ষয়ীভূত বস্তু
d) জৈবিক বস্তু
উত্তর :- স্থানচ্যুত বস্তু

12) ফরাসি শব্দ 'বাটে'  শব্দের অর্থ কী?
a) চেয়ার
b) টেবিল
c) টুল
d) ঢিবি
উত্তর :- ঢিবি

13) ভারতের বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?
a) ২৫ টি 
b) ২৮ টি 
c) ২৯ টি 
d) ৩০ টি
উত্তর :- ২৯ টি

14) পার্বত্য হিমবাহের উদাহরণ দাও?
a) ল্যাম্বার্ট 
b) মালাস্পিনা
c) জেমু 
d) কোনটাই নয়
উত্তর :- জেমু

15) 'সার্ক'- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) সিকিম
b) ত্রিপুরা 
c) ঢাকা 
d) কাঠমান্ডু
উত্তর :- কাঠমান্ডু

16) রঙটঙ জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
a) হিমাচল প্রদেশ 
b) সিকিম 
c) উত্তরাখন্ড 
d) জম্মু ও কাশ্মীর
উত্তর :- হিমাচল প্রদেশ

17) ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমাবায়ু ভারতের কোন রাজ্যে প্রথম বৃষ্টিপাত ঘটায়?
a) পশ্চিমবঙ্গ 
b) আসাম 
c) কেরালা 
d) পাঞ্জাব
উত্তর :- পাঞ্জাব

18) বারাসাত এবং বনগাঁও- এর মধ্যে কোন নম্বর জাতীয় সড়ক রয়েছে?
a) 32
b) 34
c) 35
d) 37A
উত্তর :- 35

19) গোমতী নদী নিম্নলিখিত কোন শহরের সঙ্গে সম্পর্ক যুক্ত?
a) লখনউ 
b) মথুরা 
c) আগ্রা 
d) কানপুর
উত্তর :- লখনউ

20) ডাউহিল শৈলশিরার ওপর কোন পর্যটন কেন্দ্র অবস্থিত?
a) শিলং 
b) কার্শিয়াং 
c) তাওয়াং 
d) নৈতিতাল
উত্তর :- কার্শিয়াং

21) 'করোনেশন ব্রিজ' বা 'সেবক ব্রিজ' কোন নদীর উপর অবস্থিত?
a) তিস্তা 
b) গঙ্গা 
c) পদ্মা 
d) সিন্ধু
উত্তর :- তিস্তা

22) আনাসাগর হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
a) হলদি নদী 
b) হুগলী নদী 
c) পদ্মা নদী 
d) লুনী নদী
উত্তর :- লুনী নদী

23) বলতোড়া হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত?
a) কারাকোরাম
b) পিরপঞ্জাল
c) লাদাখ 
d) কৈলাস
উত্তর :- কারাকোরাম

24) আন্দামান দ্বীপপুঞ্জের কোন অংশে সবচেয়ে বেশি উপজাতির বাস?
a) ক্ষুদ্র আন্দামান 
b) উত্তর আন্দামান 
c) দক্ষিণ আন্দামান
d) মধ্য আন্দামান
উত্তর :- ক্ষুদ্র আন্দামান

25)ডেকানট্র্যাপ অঞ্চলের মধ্য  দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
a)বেতোয়া 
b)মহানদী 
c)চম্বল 
d)গোদাবরী
উত্তর :-গোদাবরী

26)নাল্লামালাই শৃঙ্গটি কোন পর্বতমালায় অবস্থিত?
a) পশ্চিমঘাট
b) পূর্বঘাট 
c) নীলগিরি 
d) আন্নামালাই
উত্তর :-পূর্বঘাট

27) নর্মদার ডানতীরের একটি উপনদী হল -
a) পূর্ণা 
b) গিরনা 
c)বেতুল 
d)হিরণ
উত্তর :-হিরণ

28) নিচের কোন রাজ্যে সবথেকে কম পরিমাণে পলিমাটি দেখা যায়?
a) মধ্যপ্রদেশ 
b) পাঞ্জাব 
c) উত্তর প্রদেশ 
d) বিহার
উত্তর :-মধ্যপ্রদেশ

29) নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল -
a)সান্দাকফু 
b)সারামতী 
c)শিলং 
d)গুরুশিখর
উত্তর :-সারামতী

30) শতদ্রু এবং কালি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়?
a) পাঞ্জাব হিমালয় 
b)কুমায়ুন হিমালয়
c)শিবালিক হিমালয়
d)নেপাল হিমালয়
উত্তর :-কুমায়ুন হিমালয়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad