History MCQ Question & Answer Part - 14 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 14 For All Competitive Exam |
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - চোদ্দ
1) কে দক্ষিণ ভারতে জৈনধর্ম প্রচারে সাফল্য লাভ করেন?
a) স্থূলভদ্র
b) ইন্দ্রভূতি
c) সুধমর্ন
d) ভদ্রবাহু
উত্তর :- ভদ্রবাহু
2) মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?
a) ১৯২৬
b) ১৯২৭
c) ১৯২৮
d) ১৯২৯
উত্তর :- ১৯২৯
3) ভারতের কে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করেন?
a) মুজাফফর আহমেদ
b) বি.পি.ওয়াদিয়া
c) এস.এ. ডাঙ্গে
d) ই.এম.এস. নাম্বুদিরিপাদ
উত্তর :- বি.পি.ওয়াদিয়া
4) কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
a) ১৯৩১
b) ১৯৩২
c) ১৯৩৩
d) ১৯৩৪
উত্তর :- ১৯৩৪
5) নিখিল ভারত কৃষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন?
a) নাম্বুদিরিপাদ
b) স্বামী সহজানন্দ সরস্বতী
c) এস.এ. ডাঙ্গে
d) জয়প্রকাশ নারায়ণ
উত্তর :- জয়প্রকাশ নারায়ণ
6) হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?
a) ১৮১৬
b) ১৮১৭
c) ১৮২০
d) ১৮১৮
উত্তর :- ১৮১৭
7) কংগ্রেসে সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?
a) বল্লভভাই প্যাটেল
b) জয়প্রকাশ নারায়ণ
c) পট্টভি সীতারামাইয়া
d) মহম্মদ আলি জিন্না
উত্তর :- জয়প্রকাশ নারায়ণ
8) অজন্তা গুহাচিত্রের অধিকাংশই রচিত হয়েছিল কাদের আমলে?
a) হর্ষবর্ধনের
b) সাহবাহনদের
c) গুপ্তশাসকদের
d) কুষাণদের
উত্তর :- গুপ্তশাসকদের
9) ভারতে নব্যপ্রস্তর যুগে একমাত্র যে ধাতুটির ব্যবহার মানুষের জানা ছিল, তা হল -
a) লোহা
b) সোনা
c) তামা
d) রুপো
উত্তর :- তামা
10) কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়?
a) ১৯১৯
b) ১৯২০
c) ১৯২১
d) ১৯২২
উত্তর :- ১৯২১
11) গুপ্ত শাসকরা যে রৌপ্যমুদ্রা প্রচলন করেছিলেন তাকে বলা হত -
a) রুপায়ক
b) কর্ষপণ
c) দিনারা
d) পণ
উত্তর :- রুপায়ক
12) চরক কোন সম্রাটের রাজদরবারে চিকিৎসক ছিলেন?
a) কনিষ্ক
b) হর্ষবর্ধন
c) অশোক
d) বিক্রমাদিত্য
উত্তর :- কনিষ্ক
13) কোন বেদে অনার্যদের বিশ্বাস ও জীবনাচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে?
a) ঋকবেদ
b) সামবেদ
c) যজুর্বেদ
d) অর্থববেদ
উত্তর :- অর্থববেদ
14) সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হল -
a) শিলালিপি
b) মুদ্রা
c) খননকার্যজাত প্রত্নবস্তু
d) তালপাতার পুঁথি
উত্তর :- খননকার্যজাত প্রত্নবস্তু
15) ভারতের বাইরে কোন দেশে প্রথম বৌদ্ধধর্ম প্রতিষ্ঠিত হয়?
a) চিন
b) তিব্বত
c) সিংহল
d) থাইল্যান্ড
উত্তর :- সিংহল
16) অশোকের শিলালিপিগুলি প্রথম পাঠোদ্ধার করেন -
a) ভিনসেন্ট স্মিথ
b) অ্যাডাম স্মিথ
c) জেমস প্রিন্সেপ
d) স্টুয়ার্ট পগট
উত্তর :- জেমস প্রিন্সেপ
17) প্রাচীন ভারতে কোন রাজা 'একরাট' বা 'প্রথম সার্বভৌম রাজা' হিসেবে নিজেকে ঘোষণা করেন?
a) ধননন্দ
b) মহাপদ্মনন্দ
c) চন্দ্রগুপ্ত মৌর্য
d) উদয়ী
উত্তর :- মহাপদ্মনন্দ
18) কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে তীব্র যুদ্ধ হয়েছিল?
a) বিতস্তা
b) চেনাব
c) ঝিলাম
d) রাভি
উত্তর :- ঝিলাম
19) কোন সম্রাট তাঁর রাজধানী রাজগির থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেন?
a) অজাতশত্রু
b) উদয়ী
c) বিম্বিসার
d) অশোক
উত্তর :- বিম্বিসার
20) বুদ্ধদেব কোন মহাজনপদে স্থানান্তরিত হয়েছিলেন?
a) মগধ
b) চেদি
c) মল্ল
d) অবন্তী
উত্তর :- মল্ল
21) ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
a) মদনমোহন মালব্য
b) রাণি অহল্যাবাঈ
c) কেশব কার্ভে
d) বিদ্যাসাগর
উত্তর :- কেশব কার্ভে
22) 'দেবনাম পিয়' নাম গ্রহণ করেছিলেন?
a) চন্দ্রগুপ্ত মৌর্য
b) কনিষ্ক
c) অশোক
d) হর্ষবর্ধন
উত্তর :- অশোক
23) শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) বিম্বিসার
b) অগ্নিমিত্র
c) পুষ্যমিত্র
d) কেউই নন
উত্তর :- পুষ্যমিত্র
24) 'হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি' কে প্রতিষ্ঠা করেন?
a) সুভাষচন্দ্র বসু
b) রাসবিহারী বসু
c) ভগৎ সিং
d) চন্দ্রশেখর আজাদ
উত্তর :- চন্দ্রশেখর আজাদ
25) 'মালবিকাগ্নিমিত্রম' গ্রন্থটি কার লেখা?
a) বাণভট্ট
b) ভারবি
c) কালিদাস
d) ভবভূতি
উত্তর :- কালিদাস
26) কাদের আমলে বিষ্ণু শর্মা 'পঞ্চতন্ত্র' রচনা করেছিলেন?
a) গুপ্তদের
b) মৌর্যদের
c) কুষাণদের
d) সাতবাহনদের
উত্তর :- গুপ্তদের
27) কার রাজসভায় 'নবরত্ন' গুণীজন শোভা পেতেন?
a) সমুদ্রগুপ্ত
b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
c) কনিষ্ক
d) হর্ষবর্ধন
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
28) বৈদিক যুগে রাজারা যে রাজস্ব আদায় করতেন, তার নাম ছিল -
a) কর
b) বর্মণ
c) বিদাথা
d) বলি
উত্তর :- বলি
29) কাদের আমলে বিখ্যাত এলিফ্যান্টা গুহাচিত্র রচিত হয়েছিল?
a) রাষ্ট্রকূট
b) চালক্য
c) সাতবাহন
d) বাকাটক
উত্তর :- চালক্য
30) কোন রাজবংশের সময়কালে গান্ধার শিল্প সর্বোত্তম উন্নতি করেছিল?
a) মৌর্য
b) গুপ্ত
c) কুষাণ
d) শুঙ্গ
উত্তর :- মৌর্য