Ads Area

History MCQ Question & Answer Part - 15 For All Competitive Exam

 History MCQ Question & Answer Part - 15 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 15 For All Competitive Exam


Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

                   ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - পনেরো


1) চীনদেশীয় কোন পর্যটক হর্ষবর্ধনের সময় ভারতে আসেন?
a) মেগাস্থিনিস
b) আল বিরুনি
c) ফা-হিয়েন
d) হিউয়েন সাঙ **

2) হিউয়েন সাঙ তার বিবরণী কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন?
a) সি-ইউ-কি **
b) অর্থশাস্ত্র
c) ইন্ডিকা
d) হর্ষচরিত

3) কাদম্বরী ও হর্ষচরিত গ্রন্থদুটি কে রচনা করেছিলেন?
a)বরাহমিহির
b) হর্ষবর্ধন
c) আর্য ভট্ট
d) বানভট্ট **

4) হর্ষবর্ধন প্রয়াগে পাঁচ বছর অন্তর যে মেলার আয়োজন করতেন তার নাম কি?
a) মহামোক্ষ পরিষদ
b) মহা মিছিল ক্ষেত্র **
c) প্রয়াগ ক্ষেত্র
d) এদের কোনোটিই নয়

5) গৌড়বাহ কে রচনা করেছিলেন?
a) হরিষেন
b) উমাপতি
c) বানভট্ট
d) বাকপতি **

6) প্রতিহার রাজ বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন?
a) প্রথম নাগভট্ট **
b) দ্বিতীয় পুলকেশী
c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
d) দন্তী দুর্গ

7) পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন?
a) গোপাল **
b) দন্তী দুর্গ
c) রামপাল
d) ধর্মপাল

8) ওদন্তপুরী মহাবিহারটি কে প্রতিষ্ঠা করেন?
a) দেবপাল
b) হরিপাল
c) ধর্মপাল **
d) রামপাল

9) বাংলার প্রথম রাজা কে নির্বাচিত হয়?
a) রামপাল
b) ধর্মপাল
c) দেবপাল
d) গোপাল **

10) বাংলার পালযুগে বিদ্যাচর্চার প্রধান কেন্দ্র ছিল--
a) বৌদ্ধবিহার ও মঠ গুলি **
b) ওদন্তপুরী ও বিক্রমশীলা মহাবিহার
c) পণ্ডিতদের দ্বারা পরিচালিত টোল 
d) এগুলোর কোনটাই নয়

11) বিক্রমশীলা মহাবিহারের নির্মাতা ছিলেন--
a) দেবপাল
b) ধর্মপাল **
c) রামপাল
d) গোপাল

12) কৈবর্ত বিদ্রোহ কার সময় হয়?
a) রামপাল
b) দ্বিতীয় মহিপাল **
c) মহিপাল
d) তৃতীয় মহিপাল

13) পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
a) দেবপাল **
b) গোপাল
c) রামপাল
d) ধর্মপাল

14) সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
a) লক্ষণ সেন
b) বল্লাল সেন
c) বিজয় সেন **
d) হেমন্ত সেন

15) সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
a) হেমন্ত সেন
b) বিজয় সেন
c) বল্লাল সেন **
d) লক্ষণ সেন

16) দানসাগর ও অদ্ভুতসাগর--এর রচয়িতা কে?
a) ধোয়ী 
b) লক্ষণ সেন
c) বল্লাল সেন **
d) উমাপতি ধর

17) পবন দুত কার রচনা?
a) জয়দেব
b) হলায়ুধ 
c) বল্লাল সেন
d) ধোয়ি **

18) গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে?
a) উমাপতি ধর
b) ধোয়ি
c) জয়দেব **
d) কবি শরণ

19) কৌলিন্য প্রথার প্রবর্তক কে?
a) লক্ষণ সেন
b) হেমন্ত সেন
c) বিজয় সেন
d) বল্লাল সেন **

20) বাতাপির চালুক্য বংশের শেষ রাজার নাম কি?
a) দ্বিতীয় কীর্তিবর্মন **
b) দ্বিতীয় পুলকেশী
c) প্রথম পুলকেশী
d) দ্বিতীয় বিক্রমাদিত্য

21) চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
a) প্রথম পুলকেশী
b) দ্বিতীয় পুলকেশী **
c) প্রথম বিক্রমাদিত্য
d) দ্বিতীয় বিক্রমাদিত্য

22) রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে?
a) তৃতীয় গোবিন্দ **
b) দন্তীদুর্গ
c) প্রথম কৃষ্ণ
d) তৃতীয় ধ্রুব

23) রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
a) প্রথম কৃষ্ণ
b) প্রথম গোবিন্দ
c) দন্তিদুর্গ **
d) তৃতীয় গোবিন্দ

24) স্বাধীন চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
a) প্রথম পরান্তক 
b) বিজয়ালয়
c) প্রথম আদিত্য **
d) প্রথম রাজরাজ

25) পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
a) প্রথম নরসিংহ বর্মন **
b) দ্বিতীয় নরসিংহ বর্মন
c) শিব শংকর বর্মন
d) দ্বিতীয় মহেন্দ্র বর্মন

26) পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
a) দ্বিতীয় মহেন্দ্র বর্মন
b) দ্বিতীয় নন্দী বর্মন
c) রাজা অপরাজিত পল্লব **
d) দ্বিতীয় নরসিংহ বর্মন

27) ´বাতাপিকোণ্ড` উপাধি কে নেন?
a) প্রথম মহেন্দ্র বর্মন
b) দ্বিতীয় নন্দী বর্মন
c) প্রথম নরসিংহ বর্মন **
d) সিংহ বিষ্ণু

28) চোল বংশের শেষ বা শ্রেষ্ঠ শক্তিশালী রাজা কে ছিলেন?
a) কুলোতুঙ্গ **
b) রাজাধিরাজ
c) বীর রাজেন্দ্র চোল দেব 
d) প্রথম পরান্তক

29) চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) প্রথম পরান্তক
b) বিজয়ালয় **
c) প্রথম রাজেন্দ্র চোল
d) প্রথম রাজরাজ

30) চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন?
a) কারিকল **
b) প্রথম রাজরাজ
c) প্রথম পরান্তক
d) প্রথম আদিত্য

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad