Ads Area

History MCQ Question & Answer Part - 16 For All Competitive Exam

History MCQ Question & Answer Part - 16 For All Competitive Exam
History MCQ Question & Answer Part - 16 For All Competitive Exam


 Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ইতিহাস বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
      
                        ইতিহাস প্রশ্নোত্তর পর্ব - ১৬
      

1) দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী?
a) দিগদর্শন পত্রিকা 
b) সমাচার দর্পণ 
c) সংবাদ প্রভাকর 
d) তত্ত্ববোধিনী
উত্তর :- সমাচার দর্পণ

2) কার আমলে ভারতে প্রথম মোঙ্গলরা আক্রমণ করে?
a) গিয়াসউদ্দিন বলবন 
b) ইলতুতমিস 
c) আলাউদ্দিন খলজি 
d) সুলতানা রাজিয়া
উত্তর :- ইলতুতমিস

3) 'তহকিক -ই হিন্দু'  গ্রন্থের লেখক কে?
a) মিনহাস - উস - সিরাস 
b) আলবিরুনি 
c) ইবন বতুতা 
d) বদাউনি
উত্তর :- আলবিরুনি

4)  কত খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়?
a)  ১১৯১
b) ১১৯২
c) ১৩৫৬
d) ১৫২৬
উত্তর :- ১১৯১

5) ইয়ংবেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন?
a) দেবেন্দ্রনাথ ঠাকুর 
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
c) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 
d) দাদাভাই নওরোজি
উত্তর :- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

6) কত খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহের সূচনা হয়?
a) ১৯১৫
b) ১৯১৭
c) ১৯১৯
d) ১৯২১
উত্তর :- ১৯১৭

7) দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন?
a) ফিরোজ শাহ তুঘলক 
b) গিয়াসউদ্দিন তুঘলক 
c) নাসিরউদ্দিন মোহম্মদ 
d) নসরত শাহ
উত্তর :- নাসিরউদ্দিন মোহম্মদ

8) ভারতে আফগান শাসনের সূচনা করেন কে?
a) শেরশাহ 
b) বহলুল লোদি 
c) ইব্রাহিম লোদি 
d) সিকান্দার লোদি
উত্তর :- বহলুল লোদি

9) জালিওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
a) লর্ড কার্জন 
b) লর্ড চেমসফোর্ড 
c) লর্ড আরউইন
d) জেনারেল ডায়ার
উত্তর :- লর্ড চেমসফোর্ড

10) 'নববিধান ব্রাহ্মসমাজ' এর প্রতিষ্ঠাতা ছিলেন-
a) দেবেন্দ্রনাথ ঠাকুর
b) রামমোহন রায় 
c) কেশবচন্দ্র সেন 
d) শিবনাথ শাস্ত্রী
উত্তর :- কেশবচন্দ্র সেন

11) কোন সুলতান উন্নত সেচ ব্যবস্থার জন্য যথেষ্ট পরিমাণে খাল খনন করিয়েছিলেন?
a) ফিরোজ শাহ তুঘলক 
b) ইলতুতমিস 
c) মোহম্মদ বিন তুঘলক
d) গিয়াসউদ্দিন বলবন
উত্তর :- ফিরোজ শাহ তুঘলক

12) দিল্লির কোন সুলতান ' সিজদা' ব্যবস্থা প্রবর্তন করেন?
a) আলাউদ্দিন খলজি 
b) গিয়াসউদ্দিন বলবন 
c) ফিরোজ শাহ তুঘলক 
d) ইলতুতমিস
উত্তর :- গিয়াসউদ্দিন বলবন

13) কত খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়?
a) ১১৯১
b) ১১৯২
c) ১২৮০
d) ১৩০১
উত্তর :- ১১৯২

14) কার আক্রমণকে দিল্লি সুলতানি শাসনের অবসানের জন্য অন্যতম প্রধান কারণ ধরা হয়?
a) তৈমুর লঙ 
b) বাবর 
c) চেঙ্গিস খাঁ 
d) নাদির শাহ
উত্তর :- তৈমুর লঙ

15) পুষ্যভূতি বংশের শাসকদের রাজধানী ছিল -
a) পাটলিপুত্র
b) তক্ষশিলা 
c) বৈশালী 
d) নালন্দা
উত্তর :- বৈশালী

16) কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন?
a) হুমায়ুন
b) আকবর 
c) শাহজাহান
d) ঔরঙ্গজেব
উত্তর :- আকবর

17) কার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বখ্যাতি অর্জন করেছিল?
a) অশোক
b) কনিষ্ক
c) হর্ষবর্ধন
d) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর :- হর্ষবর্ধন

18) কার আমলে কুতুবমিনারের নির্মাণকাজ শেষ হয়?
a) কুতুবউদ্দিন আইবক 
b) ইলতুতমিস
c) গিয়াসউদ্দিন বলবন 
d) আলাউদ্দিন খলজি
উত্তর :- ইলতুতমিস

19) নিম্নলিখিত কোন কালিদাসকৃত রচনাটি কোন নাটক নয়?
a) অভিজ্ঞানশকুন্তলম 
b) মেঘদূতম 
c) মালবিকাগ্নিমিত্রম 
d) বিক্রমোবর্শীয়ম
উত্তর :- মেঘদূতম

20) কোন সম্রাটের আমলে হিউয়েন সাঙ ভারতে এসেছিলেন?
a) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
b) প্রথম চন্দ্রগুপ্ত 
c) হর্ষবর্ধন 
d) অশোক
উত্তর :- হর্ষবর্ধন

21) নিম্নলিখিত কোন স্থানীয় সর্বপ্রাচীন শিক্ষাকেন্দ্র ছিল?
a) পাটলিপুত্র
b) তক্ষশিলা 
c) বৈশালী 
d) নালন্দা
উত্তর :- তক্ষশিলা

22) তাঞ্জাভুরের বিখ্যাত বিশালাকার  শিবমূর্তি কার আমলে নির্মিত হয়েছিল?
a) প্রথম রাজেন্দ্র চোল
b) হর্ষবর্ধন
c) প্রথম রাজরাজ চোল 
d) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর :- প্রথম রাজরাজ চোল

23) বুদ্ধদেবকে 'জ্ঞান ও  কোরুণার মহাসিন্ধু' বলা হয়েছে কোন গ্রন্থে?
a) জাতক কাহিনি 
b) বুদ্ধচরিত্র 
c) অমরকোশ 
d) দ্যা লাইট
উত্তর :- অমরকোশ

24) বিখ্যাত নটরাজ ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পশৈলির উল্লেখযোগ্য নিদর্শন?
a) মৌর্য শিল্প 
b) গান্ধার শিল্প 
c) চোল শিল্প 
d) চালুক্য শিল্প
উত্তর :- চোল শিল্প

25) কোন রাজ্যের প্রাচীন নাম কামরূপ?
a) বাংলা 
b) বিহার 
c) অন্ধ্র 
d) আসাম
উত্তর :- আসাম

26) কোন রাষ্ট্রকূট শাসন রামেশ্বরমে বিজয়স্তম্ভ নির্মাণ করিয়েছিলেন?
a) প্রথম কৃষ্ণ 
b) দ্বিতীয় কৃষ্ণ 
c) তৃতীয় কৃষ্ণ 
d) তৃতীয় ইন্দ্র
উত্তর :- তৃতীয় কৃষ্ণ

27) কোন শাসনকালে বিখ্যাত ইলোরা গুহাচিত্র রচিত হয়েছে?
a) চোল 
b) চালুক্য 
c) রাষ্ট্রকূট 
d) পল্লব
উত্তর :- রাষ্ট্রকূট

28) বাংলার প্রকৃতিপুঞ্জ বা সর্বসাধারণ দ্বারা কে রাজা হয়েছিলেন?
a) শশাঙ্ক
b) গোপাল 
c) বল্লাল সেন 
d) প্রতাপাদিত্য
উত্তর :- গোপাল

29) ভারতে কে প্রথম স্বাধীন তুর্কি শাসনের সূচনা করেন?
a) মোহম্মদ কাশিম 
b) গিয়াসউদ্দিন বলবন 
c) কুতুবউদ্দিন আইবক 
d) মোহম্মদ বিন তুঘলক
উত্তর :- কুতুবউদ্দিন আইবক

30) পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে- এই তত্ত্ব কোন ভারতীয় প্রথম বলেছিলেন?
a) ব্রহ্মগুপ্ত 
b) কণাদ 
c) আর্যভট্ট
d) গৌতম
উত্তর :- আর্যভট্ট

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad