Life Science MCQ Question & Answer Part - 06 For All Competitive Exam
Life Science MCQ Question & Answer Part - 06 For All Competitive Exam |
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি জীবন বিজ্ঞান বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব - ছয়
1) সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল-
a) আর্কিওপটেরিক্স
b) প্লাটিপাস
c) জাভা এপম্যান
d) তিমি
উত্তর :- আর্কিওপটেরিক্স
2) স্যাক্রোল অঞ্চলের সুষুম্মা স্নায়ুর সংখ্যা কত?
a) একজোড়া
b) আটজোড়া
c) পাঁচজোড়া
d) বারোজোড়া
উত্তর :- পাঁচজোড়া
3) হৃদস্পন্দন উৎপন্ন হয়-
a) AV নোড থেকে
b) অলিন্দ থেকে
c) SA নোড থেকে
d) নিলয় থেকে
উত্তর :- SA নোড থেকে
4) ব্যাঙের ক্ষেত্রে নিষেক হল -
a) বাহ্যিক
b) অভ্যন্তরীণ
c) বাহ্যিক ও অভ্যন্তরীণ
d) বায়বীয়
উত্তর :- বাহ্যিক
5) পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত?
a) অ্যানিলিডা
b) আর্থোপোডা
c) সিলেনটেরাটা
d) ক্রাস্টেসিয়া
উত্তর :- অ্যানিলিডা
6) মাম্পস নামক রোগটি ঘটে -
a) ছত্রাক
b) ব্যাকটেরিয়া দ্বারা
c) ভাইরাস দ্বারা
d) প্রোটোজোয়া দ্বারা
উত্তর :- ভাইরাস দ্বারা
7) ভারতের পোলট্রির সর্বাধিক পরিচিত রোগটি হল-
a) ফাউল পক্স
b) টিক ফিবার
c) রানিখেত
d) কোরাইজ
উত্তর :- রানিখেত
8) মস্তিষ্কে গ্লুকোজ নিম্নলিখিত কোন দ্রব্য উৎপাদন করে?
a) সুক্রোজ
b) গ্যালাকটোজ
c) ডেক্সটোজ
d) মল্টোজ
উত্তর :- ডেক্সটোজ
9) ব্যাকটেরিওফাজের 'ফাজ' কথাটির অর্থ কী?
a) রক্ষক
b) ভক্ষক
c) সংগ্রাহক
d) ক্ষতিকারক
উত্তর :- ভক্ষক
10) ক্ষুদ্রান্ত্রে কোলাজিনেজ উৎসেচক কোলাজেনকে কীসে পরিণত করে?
a) পলিপেপটাইড
b) লোয়ারপেপটাইড
c) অ্যামাইনো অ্যাসিড
d) পেপটোন
উত্তর :- পেপটোন
11) C.S.F. কোথা থেকে উৎপন্ন হয়?
a) সুষুম্নাশীর্ষক
b) সাইন্যাপস
c) অ্যারকানয়েডম্যাটার
d) কোরোয়েডপ্লেকমাস
উত্তর :- কোরোয়েডপ্লেকমাস
12) অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম -
a) অপটিক স্নায়ু
b) অক্যুলোমটর স্নায়ু
c) ফেসিয়াল স্নায়ু
d) গ্লাসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু
উত্তর :- অক্যুলোমটর স্নায়ু
13) নীচের কোনটি রক্তরসে পাওয়া যায়?
a) ল্যাক্ট - অ্যালবুমিন
b) সিরাম - অ্যালবুমিন
c) মশায়ো - অ্যালবুমিন
d) এগ - অ্যালবুমিন
উত্তর :- সিরাম - অ্যালবুমিন
14) অর্গন অব কটি কোথায় থাকে?
a) মধ্যকর্ণে
b) ককলিয়ার মধ্যে
c) অন্ত:কর্ণে
d) ল্যাবারিন্থের
উত্তর :- ককলিয়ার মধ্যে
15) এরমধ্যে নিউরোন কোনটি ক্ষরণ করে না?
a) এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন
b) GABA
c) অ্যাসিটাইল কোলিন
d) লেপটিন
উত্তর :- এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন
16) টায়ালিন উৎসেচকটি পাওয়া যায়-
a) লালারসে
b) পাকরসে
c) পিত্তরসে
d) অগ্ন্যাশয় রসে
উত্তর :- লালারসে
17) নীচের মধ্যে কোনটি পিত্তলবণ?
a) বিলিরুবিন
b) মিউসিন
c) কোলেস্টেরল
d) সোডিয়াম টোরোকোলেট
উত্তর :- সোডিয়াম টোরোকোলেট
18) ইলিয়াম (Ellium ) কোথায় দেখা যায়?
a) পেক্তোরাল গার্ডল
b) মধ্যকর্ণ
c) ক্ষুদ্রান্ত
d) পেলভিক গার্ডল
উত্তর :- ক্ষুদ্রান্ত
19) গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লিষ্ট ঘটে -
a) ভিটামিন A
b) ভিটামিন B
c) ভিটামিন C
d) ভিটামিন এ
উত্তর :- ভিটামিন C
20) পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহিত হয় -
a) কঠিন খাদ্য
b) তরল খাদ্য
c) কঠিন ও তরল খাদ্য
d) অর্ধতরল খাদ্য
উত্তর :- তরল খাদ্য
21) হরমোন আধিক্য হলে উদ্ভিদের নিম্নলিখিত কোন প্রকার লক্ষণ দেখা যায়?
a) হাইপারপ্লেসিয়া
b) হাইপারট্রফি
c) নেক্রোসিস
d) ব্লাইট
উত্তর :- হাইপারপ্লেসিয়া
22) কে ' Hotdilute Soup ধারণাটি দেন?
a) ফক্স
b) লিনিয়াস
c) হল্ডেন
d) কেলভিন
উত্তর :- হল্ডেন
23) একটি মনোস্যাকারাইড হল -
a) মল্টোজ
b) ফ্রুকটোজ
c) সুক্রোজ
d) ল্যাকটোজ
উত্তর :- ফ্রুকটোজ
24) কোন স্তন্যপায়ীর হৃদস্পন্দন সবচেয়ে কম?
a) হাতি
b) নীল তিমি
c) গন্ডার
d) ইঁদুর
উত্তর :- নীল তিমি
25) নিউরোনের নিসল দানা প্রকৃতপক্ষে কোশের অঙ্গাণু -
a) লাইসোজোম
b) রাইবোজোম
c) মেসোজোম
d) সেন্ট্রোজোম
উত্তর :- রাইবোজোম
26) সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী কোনটি?
a) আর্কিওপ্টেরিক্স
b) প্লাটিপাস
c) পেরিপেটাস
d) অক্তোপাস
উত্তর :- প্লাটিপাস
27) কার চামড়ার নীচে পুরু ' ব্লাবারের' স্তর থাকে?
a) কচ্ছপের
b) সাপের
c) ব্যাঙের
d) তিমির
উত্তর :- তিমির
28) নীচের কোন হরমোনটি লোকাল হরমোন?
a) গ্যাস্টিক
b) হিস্টামিন
c) ব্রাডিকাইনিন
d) অক্সিটোসিন
উত্তর :- গ্যাস্টিক
29) রসট্রাম কোন প্রাণিতে দেখা যায়?
a) আরশোলা
b) পিঁপড়ে
c) চিংড়ি
d) রুইমাছ
উত্তর :- চিংড়ি
30) মানবদেহে হরমোন কীসের মাধ্যমে বাহিত হয়?
a) খাদ্য
b) জল
c) রক্ত
d) লসিকা
উত্তর :- রক্ত