পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্ব - 06 |
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি পরিবেশ বিদ্যা বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর পর্ব - ছয়
1) COD এর সাহায্যে কী মাপা হয়?
a) জলদূষণের মাত্রা
b) বায়ুদূষণের মাত্রা
c) মৃত্রিকা দূষণের মাত্রা
d) কঠিন বর্জ্য দূষণের মাত্রা
উত্তর :- জলদূষণের মাত্রা
2) নদীর জলে BOD এর মান কত হওয়া উচিত?
a) 5 এর কম
b) 5 এর বেশি
c) 10 এর কম
d) 10 এর বেশি
উত্তর :- 5 এর কম
3) কার্বনযুক্ত জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়?
a) কার্বন ডাইঅক্সাইড
b) কার্বন মনোক্সাইড
c) মিথেন
d) সালফার ডাইঅক্সাইড
উত্তর :- কার্বন মনোক্সাইড
4) খাদ্যশৃঙখলে প্রথম অবস্থান করে কে?
a) বাসস্থান
b) উৎপাদক
c) খাদক
d) খাদ্য পিরামিড
উত্তর :- উৎপাদক
5) সাঁওতালদের দেবতার নাম কী?
a) চন্ডী
b) মারাংবুরু
c) টাড়বারো
d) মনসা
উত্তর :- মারাংবুরু
6) বিশ্ব আবহাওয়া দিবস কোনটি?
a) 2 ফেব্রুয়ারি
b) 28 ফেব্রুয়ারি
c) 4 মার্চ
d) 21 মার্চ
উত্তর :- 21 মার্চ
7) বিশ্ব তামাক বিরোধী দিবস কোনটি?
a) 15 মে
b) 31 মে
c) 5 জুন
d) 11 জুন
উত্তর :- 31 মে
8) বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি?
a) 23 মার্চ
b) 5 এপ্রিল
c) 7 এপ্রিল
d) 18 এপ্রিল
উত্তর :- 7 এপ্রিল
9) তেজস্ক্রিয়তা প্রথম কে আবিষ্কার করেন?
a) বেকেরাল
b) মেরি কুরি
c) পিয়ের কুরি
d) কোনওটিই নয়
উত্তর :- বেকেরাল
10) রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কখন হ্রাস পায়?
a) আর্সেনিক দূষণ
b) ক্যাডমিয়াম দূষণ
c) সিসা দূষণ
d) নাইট্রেট দূষণ
উত্তর :- নাইট্রেট দূষণ
11) সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত করে কোন যৌগটি?
a) পার অ্যাসিটাইল নাইট্রেট
b) হাইড্রোজেন সালফেট
c) সালফার
d) ওজোন
উত্তর :- পার অ্যাসিটাইল নাইট্রেট
12) কোন ধরনের ব্যাকটেরিয়া নাইট্রেটকে ব্যবহার করে নাইট্রোজেনকে বাহুতে মুক্ত করে?
a) নাইট্রোসোমোনাস
b) নাইট্রোসোব্যাকটর
c) ডিনাইট্রিফিক্যান্ট
d) সিউডোমোনাস
উত্তর :- সিউডোমোনাস
13) ব্ল্যাকফুট রোগ কেন হয়?
a) আর্সেনিক দূষণ
b) ক্যাডমিয়াম দূষণ
c) সিসা দূষণ
d) তামা দূষণ
উত্তর :- আর্সেনিক দূষণ
14) সুন্দরবনে কত ধরণের ম্যানগ্রোভ উদ্ভিদ আছে?
a) 34 প্রজাতির
b) 64 প্রজাতির
c) 56 প্রজাতির
d) 60 প্রজাতির
উত্তর :- 64 প্রজাতির
15) সালফার ডাইঅক্সাইড উদ্ভিদের কী ক্ষতি করে?
a) ক্লোরোসিস
b) উইলটিং
c) নেক্রোসিস
d) কোনওটিই নয়
উত্তর :- ক্লোরোসিস
16) ডি ডি টি -এর আবিষ্কর্তা কে?
a) পল মুলার
b) ওডাম
c) মিলার
d) রোনাল্ড রস
উত্তর :- পল মুলার
17) প্লেগের বাহক কী?
a) ইঁদুর
b) বেড়াল
c) খোলকযুক্ত প্রাণি
d) এর কোনওটিই নয়
উত্তর :- ইঁদুর
18) বস্ত্র শিল্প থেকে কোন ধরণের ধাতবদূষণ হয়?
a) লেড
b) ক্রোমিয়াম
c) পারদ
d) ক্যাডমিয়াম
উত্তর :- ক্রোমিয়াম
19) কাগজ শিল্প থেকে কী ধরনের ধাতব দূষণ হতে পারে?
a) লেড ম্যালেরিয়া রোগের কারণ কি
b) ক্রোমিয়াম
c) পারদ
d) ক্যাডমিয়াম
উত্তর :- ক্রোমিয়াম
20) ম্যালেরিয়া রোগের কারণ কী?
a) ভাইরাস
b) ব্যাকটেরিয়া
c) প্রোটোজোয়া
d) নিমাটোড
উত্তর :- প্রোটোজোয়া
21) তামার প্রভাবে মানুষের কী রোগ হয়?
a) উইলকিনস
b) তামাপালসি
c) তামাইচ
d) তামানেক্রোসিস
উত্তর :- উইলকিনস
22) কোন প্রাণীটি কাজিরাঙ্গা অভয়ারণ্যে সংরক্ষিত?
a) রাইনোসেরস ইউনিকরনিস
b) প্যান্থেরা টাইগ্রিস
c) প্যান্থেরা লিও
d) ম্যাকাকা মুলাটা
উত্তর :- রাইনোসেরস ইউনিকরনিস
23) কাশ্মীরী পোশাক কী নামে পরিচিত?
a) ফিরান
b) আংরাখা
c) বুগটারী
d) আচকান
উত্তর :- ফিরান
24) পতঙ্গের শ্বাস -অঙ্গ হল -
a) ট্রাকিয়া
b) প্লাস্ট্রন
c) ফুলকা
d) সবকটি
উত্তর :- সবকটি
25) ওজোন স্তর কোথায় পাওয়া যায়?
a) থার্মোস্ফিয়ার
b) স্ট্রাটোস্ফিয়ার
c) ট্রপোস্ফিয়ার
d) মেসোস্ফিয়ার
উত্তর :- স্ট্রাটোস্ফিয়ার
26) নিকেলের প্রভাবে মানুষের কী রোগ হয়?
a) নিকেলপালসি
b) নিকেলইচ
c) নিকেলনেক্রোসিস
d) এর কোনওটিই নয়
উত্তর :- নিকেলইচ
27) ভারতের ছেলে ও মেয়েদের বিবাহের নূন্যতম বয়স কত?
a) 21 ও 18
b) 18 ও 21
c) 18 ও 18
d) 18 ও 13
উত্তর :- 21 ও 18
28) মৌমাছি পালনকে বলা হয়-
a) হর্টিকালচার
b) এপিকালচার
c) এপিয়ারিং
d) পোল্ট্রি
উত্তর :- এপিকালচার
29) মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় কোন জীবের ক্ষেত্রে?
a) মানুষ
b) সরীসৃপ
c) পাখি
d) পতঙ্গ
উত্তর :- পতঙ্গ
30) কোথায় দিন রাত্রি সমান হয়?
a) নিরক্ষীয় অঞ্চলে
b) মেরু অঞ্চলে
c) কর্কটক্রান্তি অঞ্চল
d) মকরক্রান্তি অঞ্চল
উত্তর :- নিরক্ষীয় অঞ্চলে