ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্ব - ০৪ |
Hello, বন্ধুরা
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি ভারতের সংবিধান বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ভারতের সংবিধানের প্রশ্নোত্তর পর্ব - চার
1) ভারতীয় পার্লামেন্টের ক ' টি কক্ষ আছে?
a) একটি কক্ষ
b) দ্বিকক্ষ
c) ত্রিকক্ষ
d) পাঁচটি কক্ষ
উত্তর :- দ্বিকক্ষ
2) রাষ্ট্রপতি সর্বমোট কতজন সদস্যকে পার্লামেন্টে মনোনীত করেন?
a) 2 জন
b) 14 জন
c) 10 জন
d) 15 জন
উত্তর :- 14 জন
3) ভারতে 'আইন কমিশন' কত বছর অন্তর গঠিত হয়?
a) এক বছর
b) দুই বছর
c) তিন বছর
d) পাঁচ বছর
উত্তর :- তিন বছর
4) রাজ্যের অর্থকমিশন কে গঠন করেন?
a) রাজ্যপাল
b) মুখ্যমন্ত্রী
c) অর্থমন্ত্রী
d) রাষ্ট্রপতি
উত্তর :- রাজ্যপাল
5) সরকারের নতুন আর্থিক বছর শুরু হয় -
a) ১ এপ্রিল
b) ১ মার্চ
c) ৩০ এপ্রিল
d) কোনোটিই নয়
উত্তর :- ১ এপ্রিল
6) ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষককে কে নিযুক্ত করেন?
a) রাষ্ট্রপতি
b) প্রধানমন্ত্রী
c) প্রধান বিচারপতি
d) কোনোটিই নয়
উত্তর :- রাষ্ট্রপতি
7) লোকসভার সদস্য পদপ্রার্থীকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে?
a) ১৮ বছর
b) ২৫ বছর
c) ৩০ বছর
d) ৩৫ বছর
উত্তর :- ২৫ বছর
8) ব্যয় মঞ্জুরীর দাবি কার অনুমোদন ছাড়া সংসদে উত্থাপিত হতে পারে না?
a) অর্থমন্ত্রী
b) স্পিকার
c) প্রধানমন্ত্রী
d) রাষ্ট্রপতি
উত্তর :- রাষ্ট্রপতি
9) জরুরী অবস্থা ঘোষণা অনুমোদনের ক্ষেত্রে -
a) লোকসভার ক্ষমতা বেশি
b) রাজ্যসভার ক্ষমতা বেশি
c) উভয় কক্ষের ক্ষমতা সমান
d) উভয় কক্ষের কোন ক্ষমতা নেই
উত্তর :- উভয় কক্ষের ক্ষমতা সমান
10) ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর?
a) ২ বছর
b) ৪ বছর
c) ৫ বছর
d) ৬ বছর
উত্তর :- ৬ বছর
11) তথ্যের অধিকার আইন ভারতের কোন রাজ্য কার্যকর হবে না?
a) আসাম
b) মণিপুর
c) পাঞ্জাব
d) জম্মু ও কাশ্মীর
উত্তর :- জম্মু ও কাশ্মীর
12) পার্লামেন্টের কোন কক্ষটি স্থায়ীকক্ষ হিসেবে বিবেচিত হয়?
a) লোকসভা
b) বিধানসভা
c) রাজ্যসভা
d) বিধান পরিষদ
উত্তর :- রাজ্যসভা
13) কেরালার পর ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবথেকে বেশি?
a) গোয়া
b) মিজোরাম
c) মহারাষ্ট্র
d) হিমাচলপ্রদেশ
উত্তর :- মিজোরাম
14) নিম্নলিখিত কোন রাজ্যে শতকরাভাবে সবথেকে বেশি পরিমাণে তপশিলি জাতি বসবাস করেন?
a) হিমাচল প্রদেশ
b) পশ্চিমবঙ্গ
c) পাঞ্জাব
d) উত্তরপ্রদেশ
উত্তর :- পাঞ্জাব
15) ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়েছে -
a) লোকসভা
b) রাজ্যসভা
c) লোকসভা ও রাজ্যসভা
d) লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি
উত্তর :- লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি
16) ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন-
a) লোকসভার স্পিকার
b) মন্ত্রী পরিষদ
c) প্রধানবিচারপতি
d) ক্যাগ
উত্তর :- মন্ত্রী পরিষদ
17) দেশের মৌলিক আইন বলা হয়?
a) সুপ্রিমকোর্টের নির্দেশ
b) সংবিধান
c) প্রস্তাবনা
d) পার্লামেন্টের নির্দেশ
উত্তর :- সংবিধান
18) রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বেতন কে নির্ধারণ করেন?
a) স্পিকার
b) মুখ্যমন্ত্রী
c) রাজ্যপাল
d) রাষ্ট্রপতি
উত্তর :- রাজ্যপাল
19) ভারত - পাকিস্তানের সীমান্তকে বলা হয় -
a) ৱ্যাডক্লিফলাইন
b) ম্যাকমোহন
c) ডুরান্ড
d) সীমান্তলাইন
উত্তর :- ৱ্যাডক্লিফলাইন
20) রাজ্য পুনগঠন কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
a) ১৯৪৭
b) ১৯৪৯
c) ১৯৫৩
d) ১৯৫৬
উত্তর :- ১৯৫৩
21) পশ্চিমবঙ্গের কোন জেলাটি পূর্বে বিহারের অন্তর্গত ছিল?
a) বাঁকুড়া
b) মেদিনীপুর
c) পুরুলিয়া
d) বীরভূম
উত্তর :- পুরুলিয়া
22) ভারতের কোন রাজ্যকে নিয়ে চিনের সমস্যা চলছে?
a) মণিপুর
b) মিজোরাম
c) আসাম
d) অরুণাচলপ্রদেশ
উত্তর :- অরুণাচলপ্রদেশ
23) ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে?
a) রাষ্ট্রপতি
b) পার্লামেন্ট
c) রাজ্যপাল
d) সুপ্রিমকোর্ট
উত্তর :- পার্লামেন্ট
24) কোন বিখ্যাত মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়?
a) বেরুবারি মামলা
b) গোলকনাথ মামলা
c) কেশবনন্দ ভারতী মামলা
d) কোনওটিই নয়
উত্তর :- বেরুবারি মামলা
25) ভারতীয় সংবিধান অনুসারে পশচাৎপদ শ্রেণীর জন্য সরকারী চাকুরী সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষিত থাকবে?
a) ৩০ শতাংশ
b) ৩৩ শতাংশ
c) ৪০ শতাংশ
d) ৫০ শতাংশ
উত্তর :- ৫০ শতাংশ
26) অধিকারের বিল বলতে কোন দেশের অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়?
a) কানাডা
b) আমেরিকা
c) ভারত
d) ব্রিটেন
উত্তর :- আমেরিকা
27) ভারতীয় সংবিধানে নীচের কোন স্বাধীনতার উল্লেখ নেই?
a) বাক স্বাধীনতা
b) সংবাদপত্রের স্বাধীনতা
c) মতামত প্রকাশের স্বাধীনতা
d) সংগঠন করার স্বাধীনতা
উত্তর :- সংবাদপত্রের স্বাধীনতা
28) বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়?
a) ব্রিটেন
b) কানাডা
c) মার্কিন যুক্তরাষ্ট্র
d) ভারত
উত্তর :- ভারত
29) তফশিলিভুক্ত জাতি ও উপজাতিদের জন্য সরকারী সংরক্ষিত থাকবে এটি কোন ধারায় বলা হয়েছে?
a) ১৫ ধারা
b) ১৬(৪) ধারা
c) ১৪ ধারা
d) ১৩ ধারা
উত্তর :- ১৬(৪) ধারা
30) হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে?
a) ১৯৮৭ সালে
b) ১৯৭৫ সালে
c) ১৯৭০ সালে
d) ১৯৭৮ সালে
উত্তর :- ১৯৭৫ সালে