Ads Area

পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্ব - ০৭

 পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্ব - ০৭


Hello, বন্ধুরা
 আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এম. সি. কিউ প্রশ্ন-উত্তর যেগুলি পরিবেশবিদ্যা বিষয়ের। এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে  বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

               পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর পর্ব - সাত
  

1) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোনটি?
a) 2 ফেব্রুয়ারি 
b) 28 ফেব্রুয়ারি 
c) 4 মার্চ 
d) 21 মার্চ
উত্তর :- 4 মার্চ

2) বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস কোনটি?
a) 23 মার্চ
b) 5 এপ্রিল 
c) 7 এপ্রিল 
d) 18 এপ্রিল
উত্তর  - 18 এপ্রিল

3) বিশ্ব ওজোন দিবস কোনটি?
a) 16 সেপ্টেম্বর 
b) 21 সেপ্টেম্বর 
c) 28 সেপ্টেম্বর 
d) 3 অক্টবর
উত্তর :- 16 সেপ্টেম্বর

4) বন্যপ্রাণি সপ্তাহ কোনটি?
a) 1-7 জুলাই 
b) 1-7 আগস্ট 
c) 1-7 সেপ্টেম্বর 
d) 1-7 অক্টবর
উত্তর :- 1-7 অক্টবর

5) পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ কত মাত্রা থাকলে তা ক্ষতিকর নয়?
a) 0.01 পি পি এম 
b) 0.002 পি পি এম 
c) 0.003 পি পি এম 
d) 0.001 পি পি এম
উত্তর :- 0.01 পি পি এম

6) মানবাধিকার দিবস কোনটি?
a) 13 অক্টবর 
b) 10 ডিসেম্বর 
c) 29 ডিসেম্বর 
d) কোনোওটিই নয়
উত্তর :- 10 ডিসেম্বর

7) কোথায় বছরের অর্ধেক সময় দিন ও অর্ধেক সময় রাত হয়?
a) নিরক্ষীয় অঞ্চলে 
b) মেরু অঞ্চলে 
c) কর্কটক্রান্তি অঞ্চল
d) মকরক্রান্তি অঞ্চল
উত্তর :- মেরু অঞ্চলে

8) 'নামদাফা রিজার্ভ' কোথায় অবস্থিত?
a) বিহার 
b) অরুণাচলপ্রদেশ 
c) উত্তরপ্রদেশ 
d) অসমে
উত্তর :- অরুণাচলপ্রদেশ

9) ন্যুনতম প্রবণযোগ্য শব্দের তীব্রতা মাত্রা কত?
a) 1 ডেসিবেল 
b) 02 ডেসিবেল 
c) 3 ডেসিবেল 
d) 0 ডেসিবেল
উত্তর :- 0 ডেসিবেল

10) প্রকৃত গ্রিনহাউসের সাধারণ উষ্ণতা কত?
a) 38-39 সেন্টিগ্রেড 
b) 40 সেন্টিগ্রেড 
c) 30 সেন্টিগ্রেড 
d) এর কোনওটিই নয়
উত্তর :- 38-39 সেন্টিগ্রেড

11) ব্যাটারি কারখানা থেকে কী ধরনের ধাতবদূষণ হতে পারে?
a) সিসা 
b) পারদ 
c) ক্যাডমিয়াম 
d) সবকটি
উত্তর :- সবকটি

12) ক্যাডমিয়ামের দূষণের ফলে কী রোগ হয়?
a) ইটাই ইটাই 
b) ক্যাডমিয়াম পালসি 
c) ক্যাডমিয়াম নেক্রোসিস 
d) ক্যাডমিয়াম ইচ
উত্তর :- ইটাই ইটাই

13) কোনটি সবথেকে সরল অ্যামিনো অ্যাসিড?
a) অ্যালানিন 
b) অ্যাম্পারাজিন 
c) গ্লাইসিন 
d) টাইরোসিন
উত্তর :- গ্লাইসিন

14) পৃথিবীর ওপরে কত দূর পর্যন্ত আবহমন্ডল বিস্তৃত?
a) 34 কি. মি.
b) 23 কি. মি.
c) 29 কি. মি.
d) 45 কি. মি.
উত্তর :- 29 কি. মি.

15) কনজাঙকটিভাইটিস রোগের কারণ কী?
a) ভাইরাস 
b) ব্যাকটেরিয়া 
c) প্রোটোজোয়া 
d) নিমাটেড
উত্তর:- ভাইরাস

16) ডি. ডি.টি আবিষ্কারের পূর্বে কোন কীটনাশক ব্যবহার করা হত?
a) প্যারিস গ্রিন 
b) প্যারিস ব্লু 
c) প্যারিস ব্ল্যাক 
d) প্যারিস রেড
উত্তর :- প্যারিস গ্রিন

17) যদি কোনওভাবে কেনাবেচা জালিয়াতি হয় তবে আমরা কোথায় কেস ফাইল করব?
a) উপভুক্তা সংরক্ষণ মঞ্চ 
b) জেলা মুখ্যালয় 
c) তহশীল 
d) গ্রাম পঞ্চায়েত
উত্তর :- উপভুক্তা সংরক্ষণ মঞ্চ

18) পানীয় জলে সর্বোচ্চ কত পরিমান সিসা থাকলে কোনও ক্ষতি হয় না?
a) 0.05 গ্রাম প্রতি লিটার 
b) 0.04 মিগ্রা প্রতি লিটার 
c) 0.05 মিগ্রা প্রতি লিটার 
d) 0.03 মিগ্রা প্রতি লিটার
উত্তর :- 0.05 মিগ্রা প্রতি লিটার

19) দিনরাত সমান হয় কোন কোন দিনে?
a) 21 মার্চ 22 সেপ্টেম্বর 
b) 21 জুন 
c) 21 ডিসেম্বর 
d) 23 সেপ্টেম্বর
উত্তর :- 21 মার্চ 22 সেপ্টেম্বর

20) সাধারণভাবে উদ্ভিদ কতখানি শব্দ শোষণ করতে পারে?
a) 10-15 ডেসিবেল 
b) 5 ডেসিবেল 
c) 20 ডেসিবেল 
d)   এর কোনওটিই নয়
উত্তর :- 10-15 ডেসিবেল

21) সর্বোচ্চ কত পি এইচ থাকলে বৃষ্টিকে অম্লবৃষ্টি বলে?
a) 5 পি এইচ
b) 5.4 পি এইচ
c) 5.9 পি এইচ 
d) 5.6 পি এইচ
উত্তর :- 5 পি এইচ

22) বিশ্ব প্রাণিবিকাশ দিবস কোনটি?
a) 4 অক্টবর 
b) 6 জুন 
c) 1 ডিসেম্বর 
d) কোনওটিই নয়
উত্তর :- 4 অক্টবর

23) সবুজ আহরণ দিবস কোনটি?
a) 16 সেপ্টেম্বর 
b) 21 সেপ্টেম্বর 
c) 28 সেপ্টেম্বর 
d) 3 অক্টবর
উত্তর :- 28 সেপ্টেম্বর

24) এইডস দিবস কোনটি?
a) 4 অক্টবর 
b) 6 জুন 
c) 1 ডিসেম্বর 
d) কোনওটিই নয়
উত্তর :- 1 ডিসেম্বর

25) বিশ্ব শান্তি ও আহিংসা দিবস কবে?
a) 16 সেপ্টেম্বর
b) 21 সেপ্টেম্বর
c) 28 সেপ্টেম্বর
d) 3 অক্টবর
উত্তর :- 21 সেপ্টেম্বর

26) শব্দের তীব্রতা 100 গুন বৃদ্ধি পেলে ডেসিবেল স্কেলে কত দাঁড়ায়?
a) 100 
b) 20
c) 10 
d) কোনওটিই নয়
উত্তর :- 20

27) জাতীয় বিজ্ঞান দিবস কোনটি?
a) 2 ফেব্রুয়ারি 
b) 28 ফেব্রুয়ারি 
c) 4 মার্চ 
d) 21 মার্চ
উত্তর :- 28 ফেব্রুয়ারি

28) ভারতীয় দণ্ডবিধির কতধারা  অনুযায়ী উচ্চ মাত্রার শব্দ উৎপাদন দন্ডনীয় অপরাধ?
a) 234
b) 168
c) 245
d) 290
উত্তর :- 168

29) সাধারণ অস্বস্তিকর শব্দের মাত্রা কত?
a) 60- 90 ডেসিবেল 
b) 70-80 ডেসিবেল 
c) 80 ডেসিবেল 
d) 65 ডেসিবেল
উত্তর :- 60- 90 ডেসিবেল

30) আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ লাঘব দিবস কোনটি?
a) 13 অক্টবর 
b) 10 ডিসেম্বর 
c) 29 ডিসেম্বর 
d) কোনওটিই নয়
উত্তর :- 13 অক্টবর

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

×close ad