Bangla GK Guide Part - 01 - বাংলা জিকে গাইড পর্ব : ০১
Bangla GK Guide Part - 01 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Bangla GK Guide part - 01; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আমাদের এই GK Guide এর পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি কে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
GK Guide Part - 01
◼️ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?
উত্তর :- কালিকট বন্দরে।
◼️ নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে?
উত্তর :- টোডা।
◼️ বংশ গতির ধারক ও বাহক কি?
উত্তর :- ক্রোমোজোম।
◼️ মানুষের করোটিক স্নায়ূ কত জোড়া?
উত্তর :- ১২।
◼️ ভাইরাস অর্থ কী?
উত্তর :- বিষ।
◼️ লোহিত কনিকার আয়ুকাল কত দিন?
উত্তর :- ১২০।
◼️ দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
উত্তর :- Copyehus Soularis।
◼️ জ্যান্থফিল কোন রঙের জন্য দায়ী?
উত্তর :- হলুদ।
◼️ আয়োডিন কোন হরমোনের উপাদান?
উত্তর :- থাইরক্সিন
◼️ তাজমহল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- শাহজাহান।