Bangla GK Guide Part - 02 - বাংলা জিকে গাইড পর্ব : ০২।
Bangla GK Guide Part - 02 |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি Bangla GK Guide part - 02; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আমাদের এই GK Guide এর পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি কে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
GK Guide Part - 02
❖ গান্ধার শিল্প কোন যুগের?
উত্তর :- কুষাণ যুগের।
❖ ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করে?
উত্তর :- এরাটোসথেনিস।
❖ কোন শহরকে উদ্যান নগরী বলে?
উত্তর :- বেঙ্গালুরুকে।
❖ মাস্টারদা নামে কে পরিচিত?
উত্তর :- সূর্য সেন।
❖ 'সব বিষয়ের জননী' কোন শাস্ত্রকে বলা
হয়?
উত্তর :- ভুগোলকে।
❖ রাওলাট আইন পাস হয় কত সালে?
উত্তর :- ১৯১৯ সালে।
❖ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর :- হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
❖ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী
বলে?
উত্তর :- দোয়াব।
❖ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর :- হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
❖ অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর :- শিশির কুমার ঘোষ।